• Kolkata Port: লাভের পরিমাণ ছাড়াল ৫০১ কোটি, পণ্যপরিবহনেও রেকর্ড কলকাতা বন্দরের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ এপ্রিল ২০২৪
  • রেকর্ড গড়ল ১৫৪ বছর বয়সী শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর। গত অর্থবর্ষের তুলনায় কলকাতা বন্দরের মুনাফা এক ধাক্কায় ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৫০১.৭৩কোটি টাকা । শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের দুটি অংশ হল কলকাতা ডক সিস্টেম ও হলদিয়া ডক কমপ্লেক্স। ২০২৩-২০২৪ আর্থিক বছরের থেকে ৬৫ শতাংশ লাভ বাড়িয়ে হলদিয়া ডক কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের নিট লাভ বেড়ে হয়েছে ৫০১.৭৩ কোটি টাকা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)