• ‌ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার অনুমতি পেল না গণধর্ষিতা, স্কুলের যুক্তি শুনলে হবে মাথা গরম...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া হল না এক গণধর্ষিতাকে। ওই পড়ুয়া স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ছাত্রীটির দাবি, স্কুল কর্তৃপক্ষ নাকি তাঁকে বলেছে, সে পরীক্ষায় বসলে স্কুলের পরিবেশ নষ্ট হবে।রাজস্থানের আজমেড়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে কাকা ও আরও দুই ব্যক্তি ধর্ষণ করেন দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়াকে। এই কথা জানতে পেরে ওই পড়ুয়াকে ক্লাসে আসতে বারণ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। বলা হয় বাড়িতে বসেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে। বেসরকারি স্কুলটির দাবি, অন্য পড়ুয়াদের মা–বাবারা চাইতেন না যে নির্যাতিতা স্কুলে এসে পড়াশোনা করুক। সেই জন্যই তাঁকে বাড়িতে থেকে পড়াশোনার নির্দেশ দেওয়া হয়। এর পর গত চার মাস ধরে বাড়ি থেকেই পরীক্ষার প্রস্তুতি নেয় ওই পড়ুয়া। কিন্তু বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে গেলে ওই ছাত্রীকে দেওয়া হয়নি। স্কুলের তরফে বলা হয়, চার মাস স্কুলে না আসার দরুণ তাঁকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। এমনকী স্কুল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন স্কুলে না আসায় স্কুলের পড়ুয়া হিসাবেও তাঁর নাম নথিভুক্ত নেই। বোর্ড পরীক্ষায় বসতে না পেরে অন্য স্কুলের এক শিক্ষিকাকে বিষয়টি জানায় ওই পড়ুয়া। এরপরেই শিশুকল্যাণ কমিশনে অভিযোগ দায়ের হয়। স্কুলের গাফিলতিতে তার একটা বছর নষ্ট হতে বসেছে বলে জানিয়েছে কমিশন। যদিও কমিশন চেষ্টা করছে ছাত্রীটি যাতে পরীক্ষায় বসার সুযোগ পায়। 
  • Link to this news (আজকাল)