• ‌ ‘‌ন্যায়ের দস্তাবেজ’‌, নির্বাচনী ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি কংগ্রেসের ...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। দিল্লিতে দলের সদর দপ্তরে শুক্রবার উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরমরা। সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘‌এই ইস্তাহার ন্যায়ের দস্তাবেজ। মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগীদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি রয়েছে এই ইস্তাহারে।’‌ প্রসঙ্গত, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় রাহুল জানিয়েছিলেন, তাঁর এই যাত্রা পাঁচটি ন্যায়ের উপরে দাঁড়িয়ে। সে কথাই বলা হল ইস্তাহারে।ইস্তাহারে ২৫টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে দেশের ৩০ লক্ষ সরকারি শূন্যপদে চাকরি, ২৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্যবিমা, মহিলাদের আর্থিক সহায়তা, জাতগণনা এবং ৫০ শতাংশ পর্যন্ত জাতভিত্তিক সংরক্ষণ (এসসি, এসটি এবং ওবিসিদের জন্য), আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি। এর পাশাপাশি ইস্তাহারে রয়েছে শহরের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি চালু করার কথা। ইস্তাহারে ২৫ বছরের কমবয়সি স্নাতকদের জন্য এক বছরের জীবিকামুখী শিক্ষানবিশ হওয়ার সুযোগ দেওয়ার সাংবিধানিক অধিকারের কথাও বলা হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা দখল করলে জম্মু–কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এমনকী অস্থায়ী ‘অগ্নিবীর’ নিয়োগ কর্মসূচি বাতিল করে সেনাবাহিনীতে স্থানীয় নিয়োগ কর্মসূচি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও ইস্তাহারে দিয়েছে কংগ্রেস।
  • Link to this news (আজকাল)