• হেমন্তের বিরুদ্ধে চার্জশিটে কী কী উল্লেখ ইডির'
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার হয়েছেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চলছে তদন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব, দীর্ঘ তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে। তবে গ্রেপ্তারির আগের মুহূর্তেই হেমন্ত ইস্তফা দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে। তাঁর বিরুদ্ধে চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি উল্লেখ করেছে, ৬০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত সোরেন। সেখানে হেমন্ত সোরেন, রাজস্ব আধিকারিক ভানু প্রতাপ সিং সহ আরও দুই সরকারি আধিকারিককে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, তদন্ত চলাকালীন তদন্তকারী আধিকারিকরা ভানু প্রতাপের অফিস থেকে একটি ৪৪ পাতার ফাইল উদ্ধার করেছেন, তাতে সোরেনের মালিকানাধীন প্রায় ৯ একর জমির উল্লেখ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। ইডির দাবি, ২০১১ সাল থেকে ওই জমি তিনি অবৈধ ভাবে দখল করে রেখেছেন। ওই জমির মূল্য এখন ৩১ কোটি বলে দাবি করা হয়েছে। যদিও সোরেন জিজ্ঞাসাবাদের সময় তাঁর সম্পত্তি সংক্রান্ত বিষয় এড়িয়ে গিয়েছেন বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, ইডি ৩৩ জনের বক্তব্য সংগ্রহ করেছে এবং হাজার হাজার পাতার তথ্য বাজেয়াপ্ত করেছে।
  • Link to this news (আজকাল)