• ‌শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম দফার লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশেষ ক্ষেত্রে বাড়িতে বসে ভোট দেওয়ার পর্ব। ১৪ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ব্যালটে চলবে এই ‘‌হোম ভোটিং’‌। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন কেন্দ্র মিলিয়ে ৮৫ বছর বা তার বেশি বয়সী এবং অন্তত ৪০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিরাই বাড়িতে বসে ভোটদানের এই সুবিধা পাবেন। এছাড়া পুলিশ, দমকল, রেলকর্মী প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার পেশার লোকজন এই সুযোগ পাবেন। রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের থেকে কখন কার বাড়িতে যাওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। এই ভোটও হবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে।‌  
  • Link to this news (আজকাল)