• ‌শুক্র ও শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়, সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি ...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গরম কমার কোনও লক্ষ্মণ নেই। বাড়ছে দিনদিন। শুক্রবার ও শনিবার রয়েছে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবাতা। সপ্তাহান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.‌৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.‌২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। এদিকে, আবহাওয়া দপ্তর শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে। শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা নয় জেলায়। তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। রবি ও সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এদিকে, বৃহস্পতিবার পানাগড় ও পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। বাঁকুড়া ও মুর্শিদাবাদে তা ছিল ৩৯ ডিগ্রির ওপরে এবং সিউড়িতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি ওপরে উঠে যায়। উত্তরবঙ্গে শুক্রবার থেকে সোমবার অবধি বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। 
  • Link to this news (আজকাল)