• অশান্তি তুঙ্গে... নীতার সংসার ছাড়ছেন রোহিত! তাঁর পথেই দলের জোড়া মেগাস্টারও
    ২৪ ঘন্টা | ০৫ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) নামটাই যথেষ্ট, সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ব্য়াটারদের একজন তিনি। ভারতীয় দলের তিন ফরম্য়াটে অধিনায়ক। আর আইপিএলের (IPL) কথা যদি বলা হয়, তাহলে কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) সঙ্গেই তাঁর নাম উচ্চারিত হবে। কারণ দু'জনেই পাঁচবারের ট্রফি জয়ী অধিনায়ক।মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ২০১১ সালের মেগা নিলামে দলে নিয়েছিল। রিকি পন্টিং (Ricky Ponting) থেকে দলের নেতৃত্বভার তাঁর কাঁধে সঁপে দেওয়া হয়েছিল। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল চ্য়াম্পিয়ন হয়। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে রোহিত নীল সেনার হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। আর এহেন রোহিতকে সপ্তদশ আইপিএলের (IPL 2024) আগে মুম্বই ম্য়ানেজমেন্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। তার বদলে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে। অধিনায়কত্ব বদলের সিদ্ধান্তেই ক্ষোভের আগুন জ্বলছে মুম্বইয়ের হাজার হাজার সমর্থকের মনে। কেউ মেনে নিতে পারছেন না যে, কী করে রোহিতের বদলি হতে পারেন হার্দিক। কারণ মুম্বইয়ের ফ্য়ানদের চোখে রোহিত তাঁদের রাজা। এই মুহূর্তে মুম্বইয়ের অন্দরমহলে ঠিক একটাই খবর। রোহিত নাকি মোটেই খুশি নন তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে। মনে করা হচ্ছে সব ঠিক থাকলে চলতি আইপিএল মরসুম শেষ হলেই নীতা আম্বানির সংসার ছাড়ছেন রোহিত। আগামী বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। সেখানেই নিজের নাম তুলতে চলেছেন 'হিটম্য়ান'! এখানেই শেষ নয়, আরও একটি চমকে দেওয়া খবর পাওয়া যাচ্ছে এর সঙ্গে। হার্দিক যে অধিনায়ক হয়েছেন তা মেনে নিতে পারছেন না দলের আরও দুই মেগাস্টার- জসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব। তাঁরাও নাকি ধরতে চলেছেন রোহিতের পথ! ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত হার্দিক খেলেছেন মুম্বইয়ের হয়ে। নীল জার্সিতে চারবার (২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) জিতেছেন খেতাব। নীতার ফ্র্যাঞ্চাইজি হার্দিককে ছাড়তে বাধ্য় হয়েছিল, নাহলে তারা বেশ কিছু প্লেয়ারকে ধরে রাখতে পারত না। হার্দিককে সবার আগে পুল থেকে তুলে নেয় গুজরাত। সঙ্গে রশিদ খান ও শুভমন গিলকেও নেয় সবরমতী নদীর ধারের ফ্র্যাঞ্চাইজি। আগামী ৭ এপ্রিল মুম্বইয়ের চতুর্থ ম্য়াচ দিল্লির বিরুদ্ধে। দেখা যাক মুম্বই জিততে পারে কিনা!    
  • Link to this news (২৪ ঘন্টা)