গোবিন্দ রায়: বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে ভোটের মুখে এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। আদালতের নির্দেশ কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একের পর এক আইনজীবীরা চিঠি পাঠালেও তা কার্যকরে কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তাতেই কার্যত হতাশ কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে। নির্দেশ কার্যকরের কথা জানিয়ে রিপোর্ট দিতে হবে আগামী ২৪ এপ্রিল।
আদালতের বক্তব্য, এটা দুর্ভাগ্যের যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কোনওরকম পদক্ষেপ করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু কেন্দ্রের আইনজীবীরা নন, এএসজি গত ফেব্রুয়ারি নিজে চিঠি লিখে নির্দেশ কার্যকরের জন্য সুপারিশ করেছেন। তার পরেও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ। তবে এবার হাই কোর্টের কড়া নির্দেশ। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে ময়নার বাকচার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। তার পরই মৃত্যু হয় তাঁর। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুঙ্গে চাপানউতোর। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি-সহ নিহতের পরিবারের উপযুক্ত নিরাপত্তার দাবিতে সরব হয় বিজেপি নেতৃত্ব। এই খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবিও জানিয়েছিল গেরুয়া শিবির। সেই মতো তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তবে তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। তাই হাই কোর্টে গত বছরেও ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র। দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।