• ডায়মন্ডহারবার সহ ৫ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, কোথায় কে লড়ছেন?
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • আরও এক দফার প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এবারের তালিকায় মোট ৫টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। এই দফায় যে আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার। এছাড়াও বসিরহাট, ব্যারাকপুর, ঘাটাল ও বারাসত কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। একনজরে দেখে নেওয়া এই দফায় কোন আসনে কাকে প্রার্থী করল বিজেপি।কেন্দ্রপ্রার্থীবসিরহাটনিরাপদ সর্দারব্যারাকপুরদেবদূত ঘোষডায়মন্ড হারবারপ্রতীক উর রহমানঘাটাল তপন গঙ্গোপাধ্যায়বারাসতপ্রবীর ঘোষএর আগেও বেশকিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। আর এবার আরও ৫টি আসনে লালঝান্ডার পক্ষ থেকে প্রার্থী দিয়ে দেওয়া হল। এই তালিকা ঘোষণার পর থেকেই ডায়মন্ড হারবার আসনটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ এই আসন থেকেই লড়াই করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও ওই কেন্দ্র থেকেই লোকসভা ভোটের লড়াইতে রয়েছেন তিনি। তাই সেই আসনে অভিষেকের বিরুদ্ধে কোন দল কাকে প্রার্থী হিসেবে দাঁড় করায় তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল তুঙ্গে।

    এর আগে শোনা যাচ্ছিল ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াইতে নামতে পারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও শেষ পর্যন্ত ওই আসন থেকে মজনু লস্করের নাম ঘোষণা করে আইএসএফ নেতৃত্ব। আর এবার ওই কেন্দ্র থেকে বামেরাও প্রার্থী ঘোষণা করে দিল। সেক্ষেত্রে সময় যত এগোচ্ছে ততই ডায়মন্ড হারবার কেন্দ্রের লড়াই জমে উঠছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    প্রসঙ্গত, এবারের নির্বাচনে নবীন ও প্রবীণ উভয়েরই সহাবস্থান রেখেছে বামফ্রন্ট। সেক্ষেত্রে তালিকায় এখদিকে যেমন সুজন চক্রবর্তী বা প্রবীর ঘোষেদের মতো ব্যক্তিত্বকে রাখা হয়েছে, তেমনই তালিকায় স্থান পেয়েছেন সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায় দীপ্সিতা ধরের মতো প্রার্থীদের। এবারের তালিকায় নতুন মুখেদের উপরেও বিশেষ ভরসা রেখেছে বামেরা।
  • Link to this news (এই সময়)