• Prashant Kishor: লোকসভা ভোটে বাংলায় ১৮ থেকে কমবে বিজেপির আসন? কী বলছেন প্রশান্ত কিশোর?
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • তাঁর বুদ্ধিমত্তাকে কুর্নিশ করেননি এমন মানুষ দেশে খুঁজে পাওয়া দুষ্কর বললেও ভুল হয় না। তাঁর দূরদর্শিতার সামনে পোড়খাওয়ার রাজনীতিকরাও 'থ' হয়ে যান কার্যত। বিধানসভা ভোট হোক বা লোকসভা, যে কোনও ভোটের খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। নেপথ্যে অবশ্যই সুকৌশল। রাজনীতির চাল তাঁর নখদর্পণে। তাঁর হাত ধরেই সাফল্যের মুখ দেখেছেন দুঁদে রাজনীতিকরা। জেতার চাবিকাঠির মন্ত্র যেন তাঁর ঠোটস্ত। তাই ভোটের আগে তাঁর পরামর্শ নিতে দৌড়ন তাবড় রাজনীতিক। তাঁর দূরদর্শিতার উপর অগাধ ভরসা রয়েছে আমজনতার। কথা হচ্ছে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে।বিহারের রাজনীতি থেকে উত্থান প্রশান্ত কিশোরের। রাজনৈতিক নেতা থেকেই ভোটকুশলী হয়ে ওঠেন পিকে। তারপর আর ঘুরে দেখতে হয়নি। একাধিক রাজনৈতিক নেতার উত্থান তাঁর হাত ধরেই। লোকসভা ভোটে বাংলায় কেমন ফলাফল হবে? কী মনে করছেন পিকে? জানতে সকলেই উন্মুখ হয়ে রয়েছেন।

    প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচন থেকে বাংলায় বিজেপির উত্থান। ঠিক দুই বছর পর ২০২১ সালে খেলা ঘুরে গিয়েছিল। তাঁর সংস্থা আইপ্যাককে কাজে লাগিয়েই তৃণমূল ভোট অঙ্ক কষেছিল বলে কানাঘুষো শোনা যায়। প্রার্থী বাছাই থেকে শুর করে প্রচারে যাবতীয় খুঁটিনাটির মধ্যে ছিল প্রশান্ত কিশোরের ছাপ। একুশের বিধানসভা নির্বাচনে ২০১৯-এর সালের সাফল্যের বিচারে বেশ খানিকটা ব্যাকফুটেই চলে যায় গেরুয়া বিগ্রেড। ২০২১ সালে বিজেপির আসন সংখ্যা নিয়ে পিকে অগ্রিম ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন। তাঁর সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্য়ে কেমন ফল করবে বিজেপি তা নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা গেল পিকের গলায়।

    সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্য়মতে দেওয়া সাক্ষাৎকারে রাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক পরিস্থিতির বিচারে পিকের স্পষ্ট বক্তব্য, চলতি লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের লোকসান হওয়া অবধারিত। বাংলায় বিজেপির উত্থান নিয়ে বড় মন্তব্য করেন প্রশান্ত কিশোর। বলেন, 'দিল্লিতে বসে অনেকেই ভাবেন যে বাংলায় বিজেপি শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিজেপি আজও সেখানে খুবই শক্তিশালী দল।'

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ক'টা আসন জিততে পারে বিজেপি। এই প্রশ্নের উত্তরে পিকে বলেন, 'বাংলায় বিজেপি উত্থান হয়েছে একথা অনস্বীকার্য। ২০১৯ সালে বিজেপি বাংলা থেকে যত সংখ্যক আসন পেয়েছিল এবার তার নীচে নামবে না তারা বলে আমার মনে হয়। আমার মনে হয় লোকসভায় বাংলায় বিজেপির ফলাফল ভালো হতে পারে।' তবে গোটা বিষয়টি অবশ্য জনগণের উপর ছেড়েছেন পিকে।

    উল্লেখ্য, ২০২১ সালে বিজেপিকে নিয়ে যখন অনেক জল্পনা-কল্পনা, সেই সময় পিকে দাবি করেছিলেন, বিজেপি যদি বাংলায় ১০০ আসনের গণ্ডি ছুঁতে পারে তবে তিনি রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন। তাঁর কথা মিলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। বিজেপি মাত্র ৭৭ আসনেই আটকে যায়। সেই প্রশান্ত কিশোরই এবার লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে মুখ খুললেন। এবার দেখার তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা। উত্তর অবশ্য জানা যাবে ৪ জুন , ভোটের ফল প্রকাশ হলে।
  • Link to this news (এই সময়)