কেন্দ্রীয় সরকার পরিচালিত পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকে রামায়ণের অবমাননা এবং ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে মজা করার প্রতিবাদে একদল ভারতীয় হ্যাকার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে। অফিসিয়াল এই ওয়েবসাইটটিকে পরিষেবার বাইরে করে দেওয়া হয়েছে। এমনকি উইকিপিডিয়া থেকে ফেলে দেওয়া হয়েছে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের পেজও।কী নিয়ে বিতর্ক?পন্ডিচেরি ইউনিভার্সিটি গত ২৯ মার্চ ‘ইঝিনি 2k24’ নামে তাদের বার্ষিক সাংস্কৃতিক উৎসবে পারফরমিং আর্ট বিভাগের একদল ছাত্র একটি নাটক মঞ্চস্থ করে। এই নাটকের পরই খবরের শিরোনামে ওঠে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের নাম। ‘সোমায়নম’ নামের নাটকটিতে রামায়ণের চরিত্রদের আপত্তিকর এবং অপমাণজনক উল্লেখ করা হয়। যেমন, মা সীতার চরিত্রর রাবণকে গরুর মাংস দিয়ে বলে, আমি ইতিমধ্যে বিবাহিত কিন্তু আমরা বন্ধু হতে পারি। এমনকি ভগবান হনুমানের লেজকে একটি অ্যান্টেনা হিসেবে বর্ণনা করে উপহাস করা হয়েছে বলে অভিযোগ। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিয়োগুলোতে দেবী সীতার চরিত্রকে রাবণের চরিত্রের সাথে নাচতে দেখা গেছে।
মঞ্চস্থ নাটকের ‘বিষয়গুলো উপেক্ষা করা হবে না, আমরা এর ব্যবস্থা নেব। আমরা ভারতীয় কিন্তু আমরা প্রভু শ্রী রামের প্রজন্ম এবং তাঁকে নিয়ে করাকে উপেক্ষা করা হবে না’ বলে সাফ ভাষায় জানিয়েছে হ্যাকাররা।
বিশ্ববিদ্যালয়ের তরফে এই সাইবার আক্রমণের নিন্দা করা হয়েছে। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুদুচেরি পুলিশ দায়ের করা অভিযোদের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করেছে। এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এইচওডিকে পদত্যাগ করতে বলা হয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি আভ্যন্তরীণ কমিটিও তদন্ত শুরু করেছে। সামনের সপ্তাহে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ন্যাশনাল ইনস্টিটিইশনালের তালিকা অনুযায়ী পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়টি অষ্টম এবং সামগ্রিকভাবে ৮৭ তম স্থানে রয়েছে। এটি ২০২১ সালে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ranking-এ ৮০১ নম্বর স্থানে ছিল বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ থেকে বৃহস্পতিবার সকল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাটাবেস সংযোগ স্থাপনে ত্রুটিদেখাচ্ছিল। যদিও সাইটটি রাত আড়াইটে পর্যন্ত অ্যাক্সেসযোগ্য ছিল।
বৃহস্পতিবার সকালে হ্যাকাররা ৪ এপ্রিল সাইটি হোল্ড করার সদ্ধান্ত ঘোষণা করে। একইসঙ্গে তারা অন্যান্য সাইবার অ্যাক্টিভিস্টদের তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়।
যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও রকম সাইবার আক্রমণের কথা অস্বীকার করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের তরফে প্লাগইনের সমস্যার কারণকেই এই বিভ্রাটের এর জন্য দায়ী করেছেন। সমস্যাটি এখন ঠিক করা হচ্ছে বলে জানানো হয়েছে।