• 'সমঝোতা' ভেঙে ডায়মন্ড হারবারে ISF প্রার্থী মজনু, কে বড় প্রতিপক্ষ? মুখ খুললেন প্রার্থী
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • নির্বাচনে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডায়মন্ড হারবার কেন্দ্রে ISF প্রার্থী করেছে মজনু লস্করকে। এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি BJP। SUCI-এর প্রার্থীর পর ডায়মন্ড হারবারে ISF নাম ঘোষণা করেছেন মজনুর। জীবনের প্রথম নির্বাচনী লড়াইয়ে প্রতিপক্ষ অভিষেক, কী বলছেন ISF-এর এই প্রার্থী।মজনু লস্কর পেশায় আইনজীবী। তিনি ISF-এর আইনি বিভাগের দায়িত্বে রয়েছেন এবং ভারত সরকারের ‘আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড’-ও রয়েছে তাঁর ঝুলিতে। সক্রিয় রাজনীতিতেও জড়িয়ে তিনি। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করা প্রসঙ্গে মজনু বলেন, ‘এটাই আমার প্রথম নির্বাচন। আমি জাতীয় স্তরে কাজ করেছি। আমার বিরুদ্ধে কে প্রার্থী হল তা বড় কথা নয়। আমরা BJP-র বিরুদ্ধে লড়ছি।’ পাশাপাশি জয়ের হুংকার শোনা গেল এই প্রার্থীর কণ্ঠে। তিনি বলেন, ‘ভয় পাওয়া মানে তা গণতন্ত্র বিরোধী কথা। আমাদের লড়াই BJP-র বিরুদ্ধে। যাতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর সংসদে BJP বিরোধী শক্তি বৃদ্ধি পায় তাই আমাদের লক্ষ্য।’ BJP-কে মূল প্রতিপক্ষ বলে দাবি করেও মজনুর সংযোজন, ‘ তৃণমূল চলে যাওয়ার পথে। ২০২৪ সালের পর দেখবেন তৃণমূল দলটা থাকছে না।’

    উল্লেখ্য, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ২০১৪ সালে প্রথমবার ভোটে লড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। CPIM-এর ড. আবুল হাসনতকে পরাজিত করেন বঙ্গ রাজনীতির 'ইয়ং ট্যালেন্ট' অভিষেক। ১৬তম লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে ফের এই কেন্দ্র থেকে তিনি ভোটে লড়েন। গতবারের থেকেও অনেকটা লিড নিয়ে জয়ী হন তিনি। ২০২৪ সালেও ‘নিজের কেন্দ্র’ থেকেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সেনাপতি।

    স্বাভাবিকভাবেই তাঁর সামনে কাকে প্রতিপক্ষ করেন বিরোধীরা? সেই দিকে নজর ছিল রাজ্য রাজনৈতিক মহলের। এখনও পর্যন্ত BJP সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। বামেরা এই কেন্দ্রে প্রার্থী করেছেন প্রতিকূর রহমানকে।

    ISF-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভোটে লড়াই করার জন্য বিস্তর হুংকার দিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত তিনি ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়েননি। তাঁর দাবি ছিল, দল নাকি তাঁর ডায়মন্ড হারবার থেকে লড়াই করার সিদ্ধান্তকে সমর্থন করেননি। আর দলের সেই সিদ্ধান্তকে প্রাধান্য দিতেই তিনি এই কেন্দ্র থেকে না লড়াই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মজনুর উপর পূর্ণ ভরসা রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
  • Link to this news (এই সময়)