আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এদিনের সভা থেকেই তিনি নিশানা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'BJP করলে সাত খুন মাফ। এমনকী, কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী বললেন। তারপর তৃণমূলকে কটু কথা বলে বেড়াচ্ছেন। আমি ওঁর বিরুদ্ধে দেবাংশুকে প্রার্থী করেছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আপনি বিচার দিয়ে ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন। আজ জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা জনগণের আদালত।'এদিকে শুক্রবার পূর্ব পাঁশকুড়ার দেঁড়িয়াচক এলাকায় প্রচার ও জনসংযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উচ্ছ্বসিত মানুষের ঢল নামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে। সাধারণ মানুষের উচ্ছ্বাসে আপ্লুত বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিভিন্ন এলাকায় মন্দিরে পুজো দিলেন তিনি। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'নিশ্চই একটা অপশাসনের হাত থেকে মানুষ মুক্তি পেতে চায়ছেন। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে মানুষের। আপনারা সকলে একজোট হয়ে বুথে বুথে কাজ শুরু করে দিন। অনেকেই কাজ শুরু করে দিয়েছে। যাঁরা একটু অভিমান করে দূরে সরে আছেন তাঁরাও চলে আসুন। আমাদের কাউকে গ্রহণ করতে কোনও সমস্যা নেই।'
উল্লেখ্য, তমলুক কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে BJP প্রার্থী করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। লোকসভা ভোটের মুখে বিচারপতির কুর্সি ছেড়ে তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত সকলকে চমকে দিয়েছিল। তিনি যোগদান করেন বিজেপিতে। এরপর তাঁকে তমলুক কেন্দ্রের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।
অন্যদিকে, অপর এক যুব নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বামেরা। সবমিলিয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তমলুকের লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই প্রচারের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন সমস্ত প্রার্থীরাই। সেই অর্থে তিন প্রার্থীই লোকসভা নির্বাচনে প্রথমবার সৈনিক। শেষ পর্যন্ত এই হাইভোল্টেজ কেন্দ্রে কার মুখে ফুটবে হাসি? সেই দিকে তাকিয়ে সব পক্ষ।