• ‘ধর্মীয় হিংসা ছড়াবেন না’, প্রথম দফার ভোট কেন ১৯ এপ্রিল? বড় ইঙ্গিত মমতার
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • কেন ১৯ তারিখই ভোটের প্রথম দফার তারিখ নির্ধারিত হল? অন্নপূর্ণা পুজো, রাম নবমী মেটার একদিন পরেই কেন ভোট? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যে নির্বাচনের আগে হিংসা না ছড়ানোর বার্তা দিলেন তিনি। ধর্মীয় হিংসা যারা ছড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।আলিপুরদুয়ার কেন্দ্রে শুক্রবার নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে বলতে শোনা যায়, আমি সবার জন্য ছিলাম, আছি, থাকবো।এরপরেই সভায় উপস্থিত কর্মী, সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 'কোনও ধর্মীয় হিংসা ছড়াতে দেবেন না।'

    আগামী ১৯ তারিখ লোকসভা নির্বাচনের প্রথম দফা কেন রাখা হয়েছে, সেই নিয়ে কিছু মন্তব্য তুলে ধরেন তিনি। মমতা বলেন, ‘অন্নপূর্ণা পুজো আছে ১৫ তারিখ। আমরা সবাই করি। অন্নপূর্ণা মা তো কাউকে ধর্মীয় হিংসা ছড়াতে বলেনি। ১৬ তারিখ অষ্টমী আছে। ১৭ তারিখে রাম নবমী আছে। ভোটের আগে ধর্মীয় হিংসা বাধানোর খেলা। আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু ধর্মীয় হিংসা করবেন না।'

    Mamata Banerjee : 'ভয় দেখালেই ডায়েরি করবেন, আমি দেখে নেব' হুঁশিয়ারি মমতার

    লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই রাজ্য জুড়ে চলছে আদর্শ আচরণবিধি। কোনওভাবেই যাতে নির্বাচনের মুখে বা নির্বাচন চলাকালীন হিংসা না ছড়ায় সে ব্যাপারে কঠোর রয়েছে কমিশন। জেলায় জেলায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তবে, ভোটের মুখে কিছু ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়ায় সে ব্যাপারে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হিংসা যারা করবে, তাদের বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা হয়, আমরা নেবই নেব। ওদের আমরা ছাড়ব না।’ এরপরেই মমতা জানান, বিজেপি নেতারা বলে গিয়েছেন, বেছে বেছে আমরা গ্রেফতার করব। মমতা বলেন, ‘আমরাও বিজেপি নেতাদের বেছে বেছে গ্রেফতার করতে পারি। কিন্তু, নোংরা রাজনীতি আমরা করি না। সবথেকে বড় ভয়ানক, ভাঁওতাবাজ, দুর্নীতিবাজ দল হল এই বিজেপি।’
  • Link to this news (এই সময়)