ই-কমার্স সাইটে পুরনো জিনিস কেনাবেচার আগে জেনে নিন কয়েকটি টিপস
এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
বাড়ির পুরনো আসবাব বা গাড়ি কেনার জন্য ই-কমার্স সাইটে বিজ্ঞাপন দিয়েছেন? বা এমন বিজ্ঞাপন দেখে কিছু কিনবেন ভাবছেন? সম্প্রতি ই-কমার্স সাইটে কেনাবেচার নামে বেশ ক’টি প্রতারণা ঘটেছে শহরে। তাই ই-কমার্স সাইটে পুরনো জিনিস কেনাবেচার আগে মাথায় রাখুন কী করবেন, কী করবেন না
অনেক ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা হিসাবে প্রতারক নিজেকে এক্স-আর্মি বা প্যারামিলিটারি ফোর্স-এর সদস্য বলে পরিচয় দিচ্ছে
প্রতারক তার বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ভুয়ো আইকার্ড বা ছবি দেখাতে পারে। জানার চেষ্টা করুন সত্যিই ওই ব্যক্তি কখনও সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্স বা এমন কোথাও ছিলেন কি না। তাঁর ব্যাচ নম্বর জানতে চান, বলুন আপনার কোনও পরিচিত ফোর্স-এ আছেন। তাঁর কাছ থেকে কনফার্মড হবেন
জিনিস কিনলে নেটব্যাঙ্কিং এর মাধ্যমেই পে করার চেষ্টা করুন। কিউআর কোড স্ক্যান করে পেমেন্টের জন্য জোর করলে সতর্ক হওয়া ভালো
যদি বলা হয়, ওয়ালেটের মারফত পেমেন্ট করতে হবে, তা হলে আপনি তাকে যে ফোন নম্বরে সংশ্লিষ্ট ওয়ালেট আছে (অর্থাৎ জি-পে বা ফোন-পের মতো প্ল্যাটফর্ম যে নম্বরের সঙ্গে সংযুক্ত) সেটি পাঠাতে বলুন। ওই নম্বরে টাকা পাঠান। কিউআর কোড মারফত নয়।
জিনিস কিনবেন বলে ঠিক করলে জিনিসটি হােত পাওয়ার আগে সব টাকা দেবেন না। বলুন, বেশিরভাগ টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন।
যদি আপনি বিক্রেতা হন ও বিজ্ঞাপন দিয়ে থাকেন, তা হলে একই ভাবে ক্রেতার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করুন
অনেক সময়ে প্রতারক ক্রেতার ভেক ধরে অনেক বেশি দামে আপনার জিনিস কিনবে বলে প্রতিশ্রুতি দিতে পারে। এমন ক্ষেত্রে সতর্ক হন
সম্ভাব্য ক্রেতা সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে চাইলেও আপনি বলুন নেটব্যাঙ্কিং-এর মাধ্যমে পেমেন্ট করতে
অনেক সময়ে প্রতারক ক্রেতার ভেক ধরে বেশি দামে জিনিস কিনবে বলে প্রতিশ্রুতি দিতে পারে। বোঝাতে চাইতে পারে জিনিসটি কিনতে সে মরিয়া। সতর্ক হন
যদি ক্রেতা বলেন কিউআর কোড পাঠিয়ে আগে সেটি কাজ করছে কি না জানতে আপনাকেই আগে এক-দু’টাকা পাঠাতে এবং তার পরেই তিনি পুরো টাকা মেটাবেন, তা হলে আরও সতর্ক হন।
কেনাবেচায় প্রতি ক্ষেত্রে যে বার্তা চালাচালি হচ্ছে, তার স্ক্রিনশট নিয়ে রাখা ভালো।
উল্টোদিকের ব্যক্তিটি কোনও লিঙ্কে ক্লিক করতে বা অ্যাপ ডাউনলোড করতে বললে করবেন না