• Fact Check: 'মোদীর মধ্য়ে বাবার ছায়া দেখি', আদৌ একথা বলেছেন বীরাপ্পন কন্যা? ভাইরাল পোস্টের সত্যিটা জানুন
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • সোশ্য়াল মিডিয়ার দৌলতে ভাইরাল হয় হাজার হাজার হাজার পোস্ট। তার মধ্যে বহু পোস্টই ভুয়ো। অজান্তেই অনেক সময় সেসব পোস্ট বিশ্বাস করে আমজনতা। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ভুয়ো দাবিতে নেট মাধ্যমে ছড়িয়ে দেয় এমনই অনেক পোস্ট। গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের ভুয়ো পোস্টের আধিক্য লক্ষ্য করা যায়।লোকসভা নির্বাচনে প্রচার চলছে জোরকদমে। দেশের বেশিরভাগ আসনেই প্রার্থী দিয়ে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, দক্ষিণের একদা কুখ্যাত ডাকাত বীরাপ্পনের মেয়ে নাকি এবার বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে দাবি করা হচ্ছে, বিজেপির টিকিট পাওয়ার পর বীরাপ্পনের মেয়ে নাকি বলেছেন তিনি নরেন্দ্র মোদীর মধ্যে নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পান।

    কী দেখা গিয়েছে ভাইরাল পোস্টে?

    গেরুয়া উত্তরীয় কাঁধে এক মহিলার ছবি শেয়ার করে তার উপর লেখা হয়েছে, চন্দন দস্যু বীরাপ্পানের কন্যা বিজেপির টিকিটে দাঁড়িয়ে বলেছেন... উনি ফেকুজির মধ্যে ওঁর বাবাকে দেখতে পান।' পোস্টের ক্য়াপশনের লেখা হয়েছে, 'যাক অজান্তেই সত্যি কথা বেরোলো!'

    একটি অ্যাকাউন্ট নয়, একাধিক অ্যাকউন্ট থেকে ওই পোস্টটি শেয়ার করা হয়েছে। একই ছবি পোস্ট করে একই দাবি করেছেন অন্যরাও। দেখে নিন আর্কাইভ সংস্করণ।

    সত্যিটা কী?

    ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক অনুসন্ধান থেকে জানা গিয়েছে যে দাবিতে পোস্টটি ছড়ানো হয়েছে তা আসলে সত্যি নয়। বীরাপ্পন-কন্যা বিজেপির টিকিটে লড়ছেন না। সার্চ করার উপর সবার প্রথমে দ্য প্রিন্টের একটি খবর চোখে পড়ে। সেখানে লেখা হয়েছে, ডাকাত বীরাপ্প্নের মেয়ের নাম বিদ্যারানী। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে নাম তামিলার কাটচি (NTK) নামের একটি স্থানীয় দলের হয়ে ভোটে লড়ছেন কৃষ্ণাগিরি আসন থেকে। শ্রীলঙ্কায় চলা গৃহযুদ্ধের আবহে ২০১০ সালে তামিল জাতীয়তাবাদকে হাতিয়ার করে এই দলের পথ চলা শুরু হয়। তবে এখনও পর্যন্ত কোনও লোকসভা আসনেই NTK কোনও আসন জিততে পারেনি। ওয়ান ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, NTK এবার তামিলনাড়ুর সবক'টি প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে কৃষ্ণাগিরির আসনে প্রার্থী হয়েছেন বীরাপ্পন কন্যা বিদ্যারানি। এমনও নয় যে তাঁর দলের বিজেপির প্রতি সমর্থন রয়েছে। একই কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপিও। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রী সি নরসিমহানকে। অর্থাৎ বিদ্যারানি যে বিজেপির টিকিটে প্রার্থী হননি তা একেবারেই পরিষ্কার।

    NDTV-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলে বিদ্য়ারানি। তবে ক্রমশই তাঁর সঙ্গে বিজেপির সম্পর্কে ফাটল ধরে। ক্রমশ বিজেপির সঙ্গে যোগাযোগ কমে যায়। গেরুয়া শিবিরে ক্রমেই নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। খবর অনুযায়ী, কৃষ্ণাগিরিতে ৬০ শিশুকে নিয়ে তৈরি একটি প্রি-স্কুল গত কয়েক বছর ধরে চালাতেন তিনি। সেদিকেই মন দেন বিদ্যা। একাধিক মালায়লি খবর অনুযায়ী, চলতি বছর বিদ্যারানি NTK-তে যোগ দেন। তারপরই তাঁর কাছে প্রার্থী হওয়ার প্রস্তাব আসে। সেই প্রস্তাবে সাড়া দেন বিদ্যারানি। এরপর তামিল সহ নানা ভাষায় কিওয়ার্ড সার্চ করে দেখা যায় কোথাও তিনি এমন কোনও মন্তব্য করেননি যা ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে।

    সিদ্ধান্ত

    এই ধরনের মন্তব্যের সপক্ষে কোনও প্রমাণ বা কোনও সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়নি। অর্থাৎ এর থেকেই প্রমাণ হচ্ছে বীরাপ্পন কন্যা বিজেপির টিকিটে লড়ছেন না। কোনও প্রমাণ ছাড়াই তাঁকে উদ্ধৃত করে একটি ভিত্তিহীন মন্তব্য প্রচার করা হচ্ছে।

    (This story was originally published by Aajtak Bangla and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)