• INDIA Bloc PM Candidate : গান্ধী না খাড়গে, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে? মুখ খুললেন রাহুল
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • আপনি না মল্লিকার্জুন খাড়গে? ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? শুক্রবার কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে সরাসরি প্রশ্ন করা হল কংগ্রেসের ওয়েনাডের প্রার্থীকে। নিজস্ব ঢঙেই জবাব দিলেন রাহুল গান্ধী।ইন্ডিয়া জোটের মুখ কে?

    রাহুল গান্ধী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়া হবে লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পর। ইন্ডিয়া জোট ভোটের পর প্রধানমন্ত্রী মুখ বেছে নেবে।' গান্ধী না খাড়গে, কে হবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী? এই নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কংগ্রেসের ইস্তেহার প্রকাশের দিন ফের একবার রাহুল গান্ধীকে এই প্রশ্নটি করা হয়। তার অন্যতম কারণ কংগ্রেসের ইস্তেহারের প্রচ্ছদ। যেখানে একসঙ্গে রাহুল এবং খাড়গে দু'জনেরই ছবি রয়েছে।

    গান্ধী না খাড়গে?

    সাংবাদিক বৈঠকে এদিন রাহুল গান্ধী বলেন, '২০০৯ সালে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের ছবি ছিল আমাদের দলীয় ইস্তেহারের প্রচ্ছদে। সে সময় তাঁদেরও সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল, সোনিয়া গান্ধী না মনমোহন সিং, কে হবেন দেশের প্রধানমন্ত্রী?' রাহুলের সংযোজন, 'ইন্ডিয়া জোট একটি সিদ্ধান্ত নিয়েছে। একজোট হয়ে আমরা BJP-র বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়ছি। আদর্শের লড়াই এটা। আদর্শের ভিত্তিতেই নির্বাচনী লড়াই হচ্ছে। জোটের সকলে একসঙ্গে সিদ্ধান্ত নেবে আমাদের প্রতিনিধি হিসেবে কে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবে। তবে সবটাই হবে নির্বাচনে জয়ের পর।'

    খাড়গেকে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রাহুল গান্ধীর মধ্যে কোনও খামতি নেই। এমনটাই মনে করেন লালু প্রসাদ যাদব। একটি সাক্ষাৎকারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'কেন হতে পারবেন না? ওর মধ্যে কিছু কম রয়েছে না কি? কোনও খামতি নেই।' কার নেতৃত্বে ২৪-এর নির্বাচনে লড়াই করবে এই ইন্ডিয়া জোট? এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ইন্ডিয়া জোটের সমর্থকদের মধ্যে। নরেন্দ্র মোদীকে সেয়ানে সেয়ানে টক্কর দিতে ইন্ডিয়া জোটের বাজি কে হবে, তা নিয়ে আগেই মন্তব্য করেছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠককে ঘোষণা করেছিলেন, মল্লিকার্জুন খাড়গের মতো অভিজ্ঞ নেতাই ইন্ডিয়া জোটের মুখ হোক। তাঁকে দলিত নেতা হিসেবে প্রজেক্ট করবে ইন্ডিয়া জোট। এমনটাই ভাবা হয়েছিল। ইন্ডিয়া ব্লকের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে, 'ম্যায় নহি, হাম' স্লোগানটিকে। 'আমি নই, আমরা'। এই অ্যাজেন্ডা নিয়েই ভোটে লড়বে ইন্ডিয়া জোট। এখন দেখার নির্বাচনী ফলাফল প্রকাশের পর কী সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া ব্লক।
  • Link to this news (এই সময়)