• পার্থ-অর্জুনের সামনে সিপিএমের ‘তারকা’ প্রার্থী, ব্যারাকপুরে হাল ফেরানোর স্বপ্ন দেবদূতের
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • নবীন-প্রবীণ ভারসাম্য বজায় রেখে প্রার্থী তালিকা ঘোষণা করছে বামেরা। এবার এক ‘তারকা’ প্রার্থীর নাম উঠে এল বামেদের তালিকায়। ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সম্মুখ সমরে টেলিভিশনের চেনা মুখ দেবদূত ঘোষ। কঠিন লড়াইয়ে জিতে আসলে সংসদে মানুষের কথাই তুলে ধরবেন বলে জানালেন সিপিএম প্রার্থী।শুটিং এর মাঝেই ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে পারেন টলিউড অভিনেতা দেবদূত ঘোষ। প্রার্থী হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথমেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তুলে ধরে বলেন, ‘মানুষের অক্ষমতা নিয়ে কোন রহস্য করো না। কেননা মানুষ বড় কষ্টে আছে।’ রাজ্যের মানুষ ‘ভালো নেই’, বঙ্গের হাল ফেরাতেই তাঁকে লড়তে হবে সেই কথা তুলে ধরেন দেবদূত।

    তাঁর কথায়, সারা দেশের মানুষ তথা রাজ্যের মানুষ এবং সর্বোপরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ কষ্টে আছেন। শিল্পের জমিতে শিল্প হবে বলে বামেদের যে নীতি ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেই সমস্ত জমি এখন জমি হাঙরদের দখলে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। ইলেক্টোরাল বন্ডের ফলে মানুষের সামনে এসেছে যে ওষুধের দাম কেন এত বাড়ল?

    মানুষের জ্বালার শেষ নেই। সিপিএম প্রার্থীর কথায়, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। সর্বস্তরের মানুষ কষ্টে আছেন। শাসক দলকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘অনেকেই বলেন মানুষ আমাদের সঙ্গে আছেন, কিন্তু মানুষ আসলে ভালো নেই।’মানুষের এই সমস্যার কথা সংসদে তুলে ধরার যে দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে আমি তা পালন করব।

    ব্যারাকপুরের ওজনদার প্রার্থী পার্থ ভৌমিক এবং অর্জুন সিংকে গুরুত্ব দিতে রাজি নন তিনি। স্বচ্ছ ভোট হলে তিনিই জিতবেন বলে দাবি করেন দেবদূত। বিজেপি প্রার্থীর বারবার দল বদলের বিষয়টিকেও কটাক্ষ করেন তিনি। তবে এবারই প্রথম নয়। এর আগে গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দেবদূত। টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস এবং তৎকালীন বিজেপিতে থাকা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়তে হয়েছিল তাঁকে। যদিও, ফলাফল অনুযায়ী তৃতীয় স্থানে ছিলেন দেবদূত। এবার বিধানসভা ছেড়ে সরাসরি বৃহত্তর ক্ষেত্রে লোকসভার লড়াইয়ে তাঁর উপর ভরসা রাখল বামফ্রন্ট। এক সময়ের ‘লালগড়’ ব্যারাকপুর কেন্দ্রে কি তিনি হাল ফেরাবেন? অপেক্ষা লোকসভা নির্বাচনের ফলাফলের।
  • Link to this news (এই সময়)