• স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, ফের বিতর্কে বারাসতের বিজেপি প্রার্থী
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • এবার কি আরও বিপাকে পড়লেন বারাসতের বিজেপি প্রার্থী? মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নামে অভিযোগ দায়ের হল বারাসত থানায়। এর আগেও তাঁকে নিয়ে ভোটের মুখে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছিলেন বিজেপি কর্মীরা। এবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এক নাগরিকের।রাজ্যের মুখ্যমন্ত্রীকে কু কথা বলার কারণে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসাত থানায়। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খশুভ্র সরকার শুক্রবার বিকেলে একটি লিখিত অভিযোগ করেন। তাঁর দাবি, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপির প্রার্থী।

    তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী আমাদের ছাত্র-ছাত্রীদের কাছে মায়ের মত। আমরা কখনই মায়ের অপমান মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রী যে ভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোন মুখ্যমন্ত্রী করেননি।’ তিনি দাবি করেন, ছাত্র সমাজ এই কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নিতে পারছে না। তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। আমরা ছাত্র সমাজ তার গ্রেফতার দাবি করছি। আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।

    এই বিষয়ে বিজেপি বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি প্রথমেই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তৃণমূলের শাসনকালে যে ধরনের অশুভশক্তি সন্দেশখালির মা-বোনেদের উপর অত্যাচার করেছে সেই অশুভশক্তিকে উদ্দেশে তিনি ওই ভাষা ব্যবহার করেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি কিছু বলতে চাননি। অন্যদিক, অভিযোগকারী সম্বন্ধে তাঁর মন্তব্য তাঁদের পড়াশোনা করার বয়স। তারা রাজনীতি ছেড়ে পড়াশোনায় মন দিলেই ভালো, পরামর্শ স্বপন মজুমদারের।

    প্রসঙ্গত, এর আগেও বিতর্কে জড়িয়েছেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি মাদক দ্রব্য পাচারের সঙ্গে যুক্ত, গতবার নির্বাচনে হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থীদের একাংশ। অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল বিজেপি কর্মীরা। যদিও, এই বিষয়ে বারাসতের বিজেপি প্রার্থী জানিয়েছিলেন, এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। তাঁদের তরফেই নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। পাশাপশি, বারাসতের গতবারের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেব এবারের বিজেপি প্রার্থীকে নিয়ে মুখ খোলেন। বিজেপিকে ভোট দেবেন না বলে জানান তিনি।
  • Link to this news (এই সময়)