CPIM Candidate List 2024: নওশাদ ‘নরুন’ দেখাতেই বাকি আসনে প্রার্থী ঘোষণা বামেদের, ব্যারাকপুরে ভরসা অভিনেতায়, ডায়মন্ডে কে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
Left Front Cancdidate List For Barrackpore, Basirhat, Diamond Harbour, Ghatal, Barasat:
শেষপর্যন্ত সমঝোতা হয়নি, বামেদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলে বৃহস্পতিবারই আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করেছিল নওশাদ সিদ্দিকীর আইএসএফ। ঠিক তার পর দিনই (শুক্রবার) পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্টও। ঘোষিত আসনের মধ্যে রয়েছে- ব্যারাকপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, ঘাটাল, বারাসত। এরমধ্যে তিন কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দিয়েছে। ঘাটাল ও বারাসত লোকসভা কেন্দ্রটি ছাড়া হয়েছে শরিক দলের জন্য।