• Sheikh Shahjahan: প্রাণনাশের হুমকিতেই জমি কাড়ত শাহজাহান! নথি নিয়ে ইডি দফতরে তিন ব্যক্তি, এঁরা কারা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
  • Land Occupation By Threat Of Death Sandeshkhali:

    সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান নামের বিরাট মার্কেট ঘিরে বহু চর্চা। যা অপসারিত তৃণমূল নেতার প্রভাব জাহির করে। এবার অভিযোগ, জোড় করে জমি কেড়েই তৈরি হয়েছে ওই মার্কেট। ২০১৩ সালে, রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়েই জমি কেড়ে নিয়েছিল শাহজাহান ও তার বাহিনী। শুক্রবার ইডি দফতরে এসে এমনই অভিযোগ জানালেন তিন ব্যক্তি। তাঁরা নিজেদের ওই জমির মালিক বলে দাবি করেছেন। কেন্দ্রীয় বাহিনীর কাছে জমা করেছেন জমির কাগজ পত্র-ও।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)