BCCI Preparing Mayank Yadav: হ্যারিস-শাহিনদের দেখেই উন্নতি হচ্ছে মায়াঙ্কের, পাক সাংবাদিকের অদ্ভুত দাবিতে চাঞ্চল্য IPL-এ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
Mayank Yadav Watching Shaheen, Haris Video:
এবারের আইপিএলের আবিষ্কার মায়াঙ্ক যাদবকে নিয়ে পাকিস্তানি প্রতিবেদকের উদ্ভট বিবৃতির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠল নেট দুনিয়ায়। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তারকা মায়াঙ্ক এবারের আইপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করে সবার নজর কেড়েছেন। ইতিমধ্যে তাঁকে আসন্ন টি২০-র বিশ্বকাপ দলে জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন তারকা-সহ অনেকেই।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)