রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি কমিটি (The Monetary Policy Committee-MPC)। বুধবার (৩ এপ্রিল) থেকে শুক্রবার (৫ এপ্রিল) পর্যন্ত, তিন দিন ধরে নীতি কমিটির সদস্যরা বৈঠক করেন। বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে, রেপো রেট ৬.৫ শতাংশই থাকল। পাশাপাশি, সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি প্রত্যাহারের অবস্থানও বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।