বিশাখাপত্তনমে ২০ রানে দিল্লির কাছে হার হজম করতে হয়েছে সিএসকেকে। সেই হারের জন্য ধোনিকেই দায়ী করলেন এবার ধারাভাষ্যকার সাইমন ডুল। ধোনি শেষদিকে জাদেজাকে সিঙ্গলস দিতে চাইছিলেন না। এমনকি ডট বল খেললেও জাদেজাকে স্ট্রাইক দিচ্ছিলেন না। এই কারণেই মহাতারকাকে একহাত নিলেন সাইমন ডুল।