• পাঠ্যবইয়ে বাদ গুজরাট হিংসা, বাবরি মসজিদ ধ্বংস
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে হিন্দুত্ববাদী রাজনীতি, ২০০২ সালের গুজরাটে হিংসা, সংখ্যালঘু ইস্যু এবং বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা তুলে দিল এনসিইআরটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস কার্যকর হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি এনসিইআরটির।রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবইয়ের "ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনা" শীর্ষক অষ্টম অধ্যায় থেকে অযোধ্যার ধ্বংসকাণ্ড তুলে দেওয়া হয়েছে। "রাজনৈতিক গতিবিধিতে অযোধ্যার ধ্বংসকাণ্ড এবং রাম জন্মভূমি আন্দোলন" শীর্ষ অধ্যায়ের নাম বদল করে করা হয়েছে "রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাস"। বাবরি মসজিদ এবং হিন্দুত্ববাদী রাজনীতির যে উল্লেখ ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস এবং ভারতীয় রাজনীতিতে তার প্রভাব উল্লেখ করা হয়। সংশোধিত পাঠক্রমে রামজন্মভূমি নিয়ে আইনি এবং রাজনৈতিক বিতর্ক এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম জন্মভূমি তৈরির বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। গণতান্ত্রিক অধিকার শীর্ষক অনুচ্ছেদে মানবধিকারের পাশাপাশি গুজরাটে হিংসার কারণে মানবধিকার লঙ্ঘনের উল্লেখ করা হয়েছিল। সেই বিষয়টি সংশোধন করে ভারতে মানবধিকার লঙ্ঘন করা হয়েছে। একই অধ্যায়ে ২০১১ আদম সুমারি অনুযায়ী ভারতে মুসলিমদের কোণঠাসা পরিস্থিতির উল্লেখ ছিল। সেটি পরিবর্তন করে মুসলিম সমাজের আর্থ-সামাজিক পরিস্থিতির ও২০০২ সালে গুজরাটে হিংসার পর হতাহতের আলোচনার অংশে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বদল করা হয়েছে। আহতদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের বলে উল্লেখ থাকা অংশটিও তুলে দেওয়া হয়েছে। চীনের সঙ্গে সামরিক সংঘাতের বিষয়টি পরিবর্তন করে সীমান্তে চীনের আগ্রাসনের কথা বলা হয়েছে।পর জোর দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)