• অতিশীকে নির্বাচনী বিধি ভঙ্গের নোটিস কমিশনের
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার একাধিক ইস্যুতে সামনের সারিতে থেকে প্রতিবাদ করেছেন দিল্লির বর্তমান শিক্ষামন্ত্রী, আপ নেত্রী অতিশী। দিনকয়েক আগেই তিনি অভিযোগ করেছিলেন বিজেপি তাঁকে গেরুয়া শিবিরে যোগ, অন্যথা গ্রেপ্তারির ভয় দেখিয়েছে। তার মাঝেই জানা গেল অতিশীকে নির্বাচনী বিধি ভঙ্গের নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। জবাব দিতে বলা হয়েছে শনিবারের মধ্যে। বিকেল ৫টার মধ্যে তাঁকে জবাব দিতে হবে। মঙ্গলবার আপ নেত্রী অভিযোগ করেছিলেন, তাঁকে নিকট একজনের মাধ্যমে গেরুয়া শিবির দলে যোগ দেওয়ার কথা বলেছে, তাতে তাঁর রাজনৈতিক কেরিয়ার বাঁচবে, অন্যথায় তাঁকে এক মাসের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের জন্য মানহানির নোটিস এবং ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। গেরুয়া শিবির অতিশীর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল। এবার অতিশীর কাছে জবাব চাইল কমিশন।
  • Link to this news (আজকাল)