• সাগরদিঘিতে বাইরে থেকে কিছু চাপিয়ে ‌‌দিলে মানব না, বিস্ফোরক বায়রন ...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সঙ্কট ক্রমেই বেড়ে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে দলের তরফে সেখানে কোন পদ্ধতিতে প্রচার চালানো হবে তা নিয়ে তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার কয়েকজন শীর্ষ তৃণমূল নেতার ‘‌ঠান্ডা’‌ লড়াই শুরু হয়েছে। তবে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাইরে থেকে কোনও বিধায়ক সাগরদিঘির জন্য জোর করে কোনও কমিটি তৈরি করে দিলে তা তিনি মানবেন না। তবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান যাতে সর্বাধিক ভোট পায় তা তিনি সুনিশ্চিত করবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, সাগরদিঘিতে কোথায় কোন তৃণমূল নেতার নেতৃত্বে ভোট প্রচার হবে তা ঠিক করার জন্য সম্প্রতি তৃণমূলের জঙ্গিপুর লোকসভা নির্বাচন কমিটি বৈঠকে বসে। কিন্তু সেই বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি। তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা জানান, দলের জঙ্গিপুর সংগঠন জেলার চেয়ারম্যান জাকির হোসেন যে পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করতে চাইছেন, তা মানতে রাজি নন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শুক্রবার বায়রন বিশ্বাস বলেন, ‘‌সাগরদিঘিতে নির্বাচন পরিচালনা করার জন্য এখানে পৃথক কমিটি, কনভেনার, অবজার্ভার পদ তৈরি করে নির্বাচনী প্রচার কাজ চালানোর কথা বলা হচ্ছে। তবে জেলার অন্য বিধানসভা গুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে না।’‌ তিনি বলেন, ‘‌জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্য বিধানসভা কেন্দ্রের এক বিধায়ক জোর করে সাগরদিঘিতে তাঁর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছেন।’‌ বায়রন জানান, ‘‌লোকসভা নির্বাচনে যাঁরা খলিলুর রহমানের হয়ে খাটবে, তাদের নিয়ে কমিটি তৈরি করব। জোর করে বাইরে থেকে কেউ কিছু চাপিয়ে দিলে তা মানব না।’‌ বায়রন বলেন, ‘‌গত কয়েকদিন ধরে নিয়মিত খলিলুর রহমানের হয়ে সাগরদিঘির বিভিন্ন এলাকায় ভোট প্রচার এবং বৈঠক করছি। শুক্রবারও সাগরদিঘিতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তিনটি বৈঠক রয়েছে।’‌ যদিও বায়রনের সঙ্গে কোনও বিধায়কের ঠান্ডা লড়াইয়ের কথা জানা নেই বলে জানিয়েছেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ–সভাপতি সুভাষ লালা। 
  • Link to this news (আজকাল)