• শনি ও রবিতে শিয়ালদহ-কৃষ্ণনগর সেকশনে বহু ট্রেন বাতিল, দেখুন তালিকা
    আজ তক | ০৬ এপ্রিল ২০২৪
  • রানাঘাট-শান্তিপুর লাইনে একাধিক ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেলওয়ে। রানাঘাট ও কৃষ্ণনগর স্টেশনের মাঝে সেকশনে কালীনারায়ণপুর স্টেশনে ফুটওভার ব্রিজ নির্মাণের কারণে এই সিদ্ধান্ত। একাধিক ট্রেন পরিষেবা বাতিল হয়েছে ওই রুটে। ৬ ও ৭ এপ্রিল বন্ধ থাকবে পরিষেবা। ৬ এপ্রিল, শনিবার রাত ১১টা থেকে ৭ এপ্রিল, রবিবার সকাল ৬টা পর্যন্ত বাতিল করা হয়েছে ওই রুটের একাধিক ট্রেন।      
      
    ৬ এপ্রিল বাতিল পরিষেবা- শিয়ালদহ-শান্তিপুর (UP-31539/ DN-31540), রানাঘাট-শান্তিপুর (UP-31843/DN-31840) এবং শিয়ালদহ-লালগোলা (UP-03191/DN-03172)।  

    ৭ এপ্রিল বাতিল পরিষেবা-শিয়ালদহ-কৃষ্ণনগর (UP-31811, 31815/DN -31812, 31816, 31820), রানাঘাট-শান্তিপুর (UP-31785, 31781/DN-31788, 31782), শিয়ালদহ-শান্তিপুর (UP-31511, 31513, 31515/DN-31514, 31516, 31518), রানাঘাট-লালগোলা (UP-31765, 03143/DN-31768, 03144), রানাঘাট-কৃষ্ণনগর (UP-31585, 31721, 31723/DN-31722) এবং  কৃষ্ণনগর-শান্তিপুর (DN-31586)।  

    রুট ছোট- এছাড়া একাধিক ট্রেনের রুট ছোট করা হয়েছে। শিয়ালদহ-শান্তিপুর লোকাল (31541/31512) রানাঘাট থেকে শুরু হবে। লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন (31541/31512) কালীনারায়ণপুর থেকে শুরু হবে। 

    শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেন (03171) চলবে ১৮০ মিনিট দেরিতে। কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস নিয়ন্ত্রিত হবে রানাঘাট পর্যন্ত। 
  • Link to this news (আজ তক)