জঙ্গিদের টার্গেট এবার বিচারপতিরা! বিষ-চিঠিকে কেন্দ্র করে তোলপাড় দেশ...
২৪ ঘন্টা | ০৬ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিশানায় এবার বিচারপতিরা। বাদ গেলেন না দেশের প্রধান বিচারপতিও। ১৭ জনের কাছে পাঠানো হল বিষাক্ত পাউডার মেশানো চিঠি! ঘটনার তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানে তোলপাড়।
পাক সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার একই ধরনের চিঠি পেয়েছেন ইসলামাবাদ হাইকোর্টে ৮ বিচারপতি। স্রেফ দেশের বিচারব্যবস্থার সমালোচনায়, ইংরেজি লেখা সেই চিঠিতে ব্যাসিলাস অ্যানথ্রাসিস শব্দটিও উল্লেখ করা হয়েছে। এরপর বুধবার চিঠি পৌঁছয় খোদ দেশের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা-সহ সুপ্রিম কোর্টের চার বিচারপতি ও লাহোর হাইকোর্টের ৫ বিচারপতির কাছেও।নেপথ্যে কারা? পুলিস সূত্রে খবর, পাকিস্তানেরই তেহরিক-ই-নামুস নামে এক জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে। চিঠিগুলি এখন ফরেনসিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে। পরীক্ষা করে দেখছেন তাঁরা। তবে চিঠির সাদা পাউডার আসলে কী? তা জানা যায়নি এখনও।