Rainfall Forecast : অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি, কলকাতা, মেদিনীপুর সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
গরমে রীতিমতো হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে কবে হবে স্বস্তির বৃষ্টি? সেই দিকে তাকিয়ে তাঁরা। আলিপুর আবহাওয়া দফতর এই নিয়ে এবার সুখবর দিন। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে থাকবে না তাপপ্রবাহের পরিস্থিতি। জেলায় জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হতে পারে। রবিবার তা আরও বাড়বে। সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ।
কলকাতায় বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া?
শনিবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সকালের দিকে তাপমাত্রা বৃদ্ধি এবং আপেক্ষিক আর্দ্রতার আধিক্যের জন্য অস্বস্তি বাড়বে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮৯ ডিগ্রি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। রবি এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শুক্রবার থেকে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে। পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। শনিবারও কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে। ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে হতে পারে তাপপ্রবাহ। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে হতে পারে ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। রবি এবং সোমবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়াতেও হতে পারে বৃষ্টি। তবে আপাতত কালবৈশাখী নিয়ে কোনও আপডেট পাওয়া যাচ্ছে না নতুন করে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
কয়েকদিন আগেই দুর্যোগ নেমে এসেছিল উত্তরবঙ্গের বুকে। আগামী কয়েকদিন সেখানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনি, রবি এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে।
একনজরে দেশের আবহাওয়া
গোয়া, কর্নাটক, তামিলনাডু এবং পন্ডিচেরিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ওডিশা, ঝাড়খণ্ডে এদিন থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড, ত্রিপুরাতে আগামী কয়েকদিন হতে পারে বৃষ্টিপাত।