ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করবে চিন। এমনই আশঙ্কাপ্রকাশ করে সতর্কবার্তা জারি করল মাইক্রোসফট। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেক সংস্থার 'থ্রেট ইন্টালিজেন্স' বিভাগের বক্তব্য, চিনের মদতপুষ্ট কিছু সাইবার হ্যাকিং প্ল্যাটফর্ম ভারতের লোকসভা নির্বাচনে নজরদারি চালাতে পারে। তাদের এই বিষয়ে মদত দিতে পারে উত্তর কোরিয়ার সাইবার প্ল্যাটফর্মগুলিও।মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় সামনেই নির্বাচন রয়েছে। সেগুলিতে নজরদারি এবং হস্তক্ষেপ করার ছক কষেছে চিনা সাইবার প্ল্যাটফর্মগুলি। ইতিমধ্যেই গোপনে কাজ শুরু করে দিয়েছে শি জিনপিংয়ের দেশ।
AI-এর মদতে নির্বাচনে নজরদারি?মাইক্রোসফট ইতিমধ্যেই ফাঁস করেছে চিনের পরিকল্পনা। তাদের দাবি, ভারতের লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে AI-এর সাহায্যে নানা বিষয় ভাইরাল করার চক্রান্ত করেছে চিন। তবে যেহেতু জনতার রায়ের উপর নির্ভর করবে ভারতের লোকসভা ভোট, সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় AI দ্বারা প্রভাব বিস্তারের পরিকল্পনা খুব একটা সফল হবে না বলেই মনে করা হচ্ছে। মাইক্রোসফট এই সমস্ত AI ব্যবহার করে তৈরি করা মিম, ভিডিয়ো এবং অডিয়োর সঙ্গে চিনা যোগসাজশ খুঁজে পেয়েছে। সতর্কবার্তা জারি করে মাইক্রোসফটের আরও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তা ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হতে চলেছে।
তাইওয়ানের ভোটেও চিনা নজরদারিমাইক্রোসফটের রিপোর্টে তাইওয়ানে রাষ্ট্রপতি নির্বাচনের সময় ঠিক এভাবেই কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করে অপপ্রচার করার চিনা প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দেশের নির্বাচনকে প্রভাবিত করার জন্য চিন সমর্থিত সাইবার এজেন্সিগুলির নানাবিধ কন্টেন্টের প্রচার নিয়ে উদ্বিগ্ন মাইক্রোসফট। জানা গিয়েছে, বেজিং মদতপুষ্ট সাইবার প্ল্যাটফর্ম 'স্টর্ম ১৩৭৬ স্পামোফ্লেজ' তাইওয়ান নির্বাচনের সময় মাত্রাতিরিক্ত পরিমাণে সক্রিয় ছিল। ইউটিউব ভুয়ো ভিডিয়ো পোস্ট করছিল ওই প্ল্যাটফর্ম। জয়ী প্রার্থীকে নিয়ে নানাবিধ বিভ্রান্তিকর মিম ভিডিয়ো তৈরি করে ইউটিউবে লাগাতার পোস্ট করা হচ্ছিল।
AI-এর সাহায্যে কী ভাবে বিভ্রান্ত করছে চিন?মাইক্রোসফটের রিপোর্টে প্রার্থীদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল করার এই টেকনোলজির বিষয়ে উল্লেখ রয়েছে। সংস্থার দাবি সবটাই হয়েছে চিনা AI-এর সাহায্যে। টেলিভিশনের নিউজ চ্যানেলগুলির সঞ্চালকদের গলা নকল করে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। এই ধরণের ঘটনার ভারতের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও হতে পারে বলে অনুমান। চিনা টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরণের AI ভিডিয়ো তৈরি করা হচ্ছে। কেপকাট টুলের ব্যবহার করে AI ভিডিয়ো তৈরি হচ্ছে। এই তথ্যও পেয়েছে মাইক্রোসফট। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে প্রার্থী, নেতাদের নামে এই ধরণের ডিপফেক ভিডিয়ো ছড়ানোর প্রোপাগান্ডা নিয়েছে চিন। এমনটাই উল্লেখ করা হয়েছে মাইক্রোসফটের রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য অসংখ্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দিচ্ছি চিন, এমনটাই আশঙ্কা বিল গেটসের সংস্থার।