• Rahul Gandhi Education: শিক্ষাগত যোগ্যতায় টেক্কা দেবেন দুঁদে রাজনীতিকদের! রাহুল গান্ধীর 'কোয়ালিফিকেশন' জানলে তাক লাগবে
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • গান্ধী-নেহরু পরিবারের উত্তরসূরী তিনি। রাজনীতি তাঁর রক্তে বইছে। জীবনের ৫৩টা বসন্ত পার করে ফেলেছেন। দেশের রাজনীতিতে বিশেষ জায়গা তরে নিয়েছেন। আজও তিনি বহু মহিলারই 'ক্রাশ'। এমন কী 'এলিজিবল ব্যাচেলর' রাজনীতিক হিসেবে মান্য়তা পান বহুলাংশে। শিক্ষাগত যোগ্য়তার দিক থেকেই বড় বড় রাজনীতিককে তিনি টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। কথা হোক কংগ্রেস নেতা রাহুল শিক্ষাগত যোগ্য়তা নিয়ে।রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা

    দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে দেরাদুনের নামকরা দ্য দুন স্কুলে ভর্তি হন। ১৯৮১ থেকে ১৯৮৩ পর্যন্ত উত্তরাখণ্ডের দেরাদুনের দুন স্কুলে পড়াশোনা করেছেন রাহুল। তবে পরিবারের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা স্বার্থে বেশ কয়েকবার পড়াশোনা ছাড়তেও হয় রাহুলকে। ১৯৮৪ সালে ৩১ অক্টোবর ঠাকুমা ইন্দিরা গান্ধীর হত্য়ার পর নিরাপত্তার কারণে বাড়িতেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে দুই ভাইবোন তথা রাহুল ও প্রিয়াঙ্কাকে। সেসময় এক জায়গায় থিতু হয়ে পড়াশোনা করা রাহুলের পক্ষে সম্ভব হয়নি। একাধিকবার মাঝপথে পড়াশোনা ছাড়তে হয়েছে তাঁকে। সুরক্ষা-নিরাপত্তার স্বার্থে বদলাতে হয়েছে নামও। ছদ্ম নাম নিয়ে পড়োশানা চালাতে হয়েছে। ১৯৮৯ সালে স্নাতকের জন্য দিল্লি সেন্ট স্টিফেন কলেজে ভর্তি হন। তবে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়ার পর নিরাপত্তার কারণে কলেজ ছাড়তে হয় তাঁকে। এরপর পড়তে চলে যান হার্ভাড বিশ্ববিদ্য়ালয়ে। ১৯৯৪ সালে রাহুল গান্ধী ফ্লোরিডার মর্যাদাপূর্ণ হার্ভাড বিশ্ববিদ্যালয়ের রোলিন্স কলেজে থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। রোলিন্স কলেজে থাকার সময় রাউল ভিঞ্চি ছদ্মনাম নিয়ে পড়াশোনা করেছিলেন, তাঁর আসল পরিচয় কেবল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানত। ১৯৯৫ সালে কেমব্রিজ ইউনিভার্সিটির ট্রিনটি কলেজ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। এক কথায় বলাই যায় রাহুল একজন উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ।

    শুধু উচ্চশিক্ষিতই নয়, রাহুল গান্ধীর অন্য যা যা গুণ রয়েছে তা জানলে অবাক হতেই হয়। সব মিলিয়ে এত কিছু করেছেন অ্যাডভেঞ্চার প্রিয় রাহুল, এত বিষয়ে তাঁর পারদর্শিতা, বিভিন্ন অফবিট স্পোর্টস নিয়ে এত উৎসাহ, যে ধারণার বাইরে। জাপানি মার্শাল আর্ট আইকিডোতে ব্ল্যাক বেল্ট রয়েছে রাহুলের। বিমান ওড়ানোর বিশেষ প্রশিক্ষণও রয়েছে রাহুল গান্ধীর। কলেজ থেকেই রাহুল গান্ধীর শখের স্পোর্টস স্কুবা ডাইভিং। এই ক্ষেত্রে একাধিক স্তরে শংসাপত্রও রয়েছে তাঁর। রাহুল গান্ধী একজন জাতীয় স্তরের শ্যুটিং চ্যাম্পিয়ন। ১৯৮৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৩২তম জাতীয় চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার রেঞ্জের শ্যুটিংয়ে চতুর্থ হন তিনি। বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সও করা রয়েছে রাহুল গান্ধীর।
  • Link to this news (এই সময়)