• Rajnath Singh On Pakistan: 'ঘরে ঢুকে মারব', পাকিস্তানে ফের 'সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি রাজনাথের
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। ব্রিটিশ সংবাদপত্র 'দ্য গার্ডিয়ান'-এর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সদ্য পাকিস্তানের মাটিতে ২০ জনের হত্যার নেপথ্যে হাত রয়েছে ভারতের। ভারতের গোয়েন্দা বিভাগের দিকে নিশনা করা হয়েছে। তবে এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের তরফে। খোদ বিদেশমন্ত্রী এস জয়শংকর বিষয়টি নস্যাৎ করেছেন। এরপরেই মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য বৃহস্পতিবারই কোচবিহার যাওয়ার আগে বিহারের জামুইতে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, 'আজকের ভারত ঘরের ভিতরে ঢুকে মেরে আসে!' একই সুর শোনা গিয়েছে রাজনাথ সিংয়ের কণ্ঠেও। 'ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসবে ভারত', বলছেন রাজনাথ সিং।এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে প্রশ্ন করা হয় দ্য় গার্ডিয়ান-এর প্রতিবেদন নিয়ে। উত্তরে রাজনাথ বলেন, 'যদি ওরা (সন্ত্রাসী) পাকিস্তানে পালায়, আমরা ওখানে গিয়ে মেরে আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যিটা বলেছেন, ভারতের সামর্থ্য আছে ও পাকিস্তান ও সেটা বুঝতে শুরু করেছে।' রাজনাথের কথায়, 'ঘর মে ঘুসকে মারেঙ্গে।'

    উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর জনসভা থেকে এমনই হঙ্কার শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। সন্ত্রাসবাদ দমনে 'ঘর মে ঘুসকে মারেঙ্গে' হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। তার কয়েকদিনের মধ্যেই ভারতীয় সেনা বালাকোটে এয়ার স্ট্রাইক করে। জঙ্গিদের শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। এবার সেই কথারই পুনরাবৃত্তির। এবার অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর রাজনাথ সিংয়ের গলায়।

    রাজনাথ সিং গার্ডিয়ানের তোলা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকার এমন কোনও পদক্ষেপ করেনি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, 'মিথ্যা ও বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছে।' এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্যের পুনরাবৃত্তি করেন রাজনাথ সিং। প্রসঙ্গত, বিদেশের মাটিতে ভারত বিরোধীদের খতম করা নিয়ে জয়শংকর বলেছিলেন, 'এই নীতি ভারত সরকারের নয়।' রাজনাথের গলাতেও সেই একই সুর। সাক্ষাৎকার পর্বে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সৌহার্দ্যের কথাই বলেন তিনি। রাজনাথ সিং বলেন, 'ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের ইতিহাস দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। আমরা কখনও কোনও দেশকে আক্রমণ করিনি। অন্য় দেশের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করিনি। ভারতের চরিত্র এটাই।'

    তবে ভারতকে কেউ আক্রমণ করলে বা দেশের দিকে খারাপ নজরে তাকালে ভারতও যে ছেড়ে দেবে না সেকথা বুঝিয়ে দিয়েছেন রাজনাথ। বলেন, 'যদি কেউ আমাদের মাটিতে সন্ত্রাসবাদ উস্কে দিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেব না।'
  • Link to this news (এই সময়)