বাংলা থিয়েটারে কী চলছে? কেবল কেচ্ছা! মঞ্চে এমন মানুষদের উপস্থিতি যারা কিনা হাজারো অভিযোগে বিদ্ধ। এমন একজন মানুষ যার বিরুদ্ধে নারী শ্লীলতাহানি, ধর্ষনের মত কদর্য অভিযোগ রয়েছে, তাঁকে সুমন মুখোপাধ্যায়, যিনি কিনা নাট্য ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম মঞ্চে দাঁড়াতে দিলেন?