• Attacks on NIA: ভোটের বাংলায় রোমহর্ষক হামলার মুখে NIA, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল গাড়ির কাচ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
  • Attacks on NIA:

    লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে আবারও রাজ্যে হামলার শিকার কেন্দ্রীয় এজেন্সি। এবার বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে হামলার মুখে NIA। পাথর ছুঁড়ে ভাঙা হল গাড়ির কাচ। কাঁথির (Contai) ভূপতিনগরে বোমা বিস্ফোরণের (Bhupatinagar Bomb Blast) তদন্তে গিয়ে রোমহর্ষক আক্রমণের মুখে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। থানায় অভিযোগ দায়ের, শুরু তদন্ত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)