• ‌ তিন দিনে পাঁচ দেশে ভূমিকম্প, এবার কেঁপে উঠল মার্কিন মুলুকও...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথমে তাইওয়ান। তারপর জাপান ও চীন। বৃহস্পতিবার রাতে ভারতের হিমাচল প্রদেশের পর শুক্রবার রাতে আমেরিকার নিউইয়র্ক সিটি ও নিউ জার্সি। তিন দিনে বিশ্বের পাঁচ দেশে ভূমিকম্প অনুভূত হল। নিউ জার্সিতে ৫.‌৫ মাত্রার কম্পন অনুভূত হয়। আফটারশক পড়ে নিউইয়র্কে। সেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিউইয়র্ক থেকে ৪৫ মাইল পশ্চিমে নিউ জার্সির লেবাননের কাছে। ব্রুকলিন, ম্যানহ্যাটন, কানেটিকেট, ফিলাডেলফিয়াস লং আইল্যান্ড সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে চলছিল নিরাপত্তা পরিষদের মিটিং। সেই বৈঠকও থামিয়ে দিতে হয় ভূমিকম্পের জেরে। মার্কিন দমকল বিভাগ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 
  • Link to this news (আজকাল)