• ‌ রবিবার অবধি একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা, সোমবার থেকে এই রাজ্যগুলিতে নামতে পারে বৃষ্টি...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গরমে পুড়ছে গোটা ভারত। এপ্রিলেই একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তাপপ্রবাহ নিয়ে এবার বড় সতর্কতা জারি করল মৌসম ভবন। দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে নতুন সপ্তাহের শুরুতেই রয়েছে দেশের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা। মৌসম ভবন জানিয়েছে পূর্ব ভারত ও দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে রবিবার অবধি। ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর কর্নাটক, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা, তেলঙ্গানায় শনি ও রবিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তর–পূর্ব ভারতে ঝড়–বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৯ এপ্রিল অবধি ঝড়বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং ওড়িশায়। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, সোমবার থেকে আগামী রবিবার অবধি পশ্চিমবঙ্গ ও সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। প্রসঙ্গত, চলতি বছর গ্রীষ্মে রেকর্ড গরম পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এপ্রিল থেকেই বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যার ফলে তাপপ্রবাহের সম্ভাবনাও বেড়েছে। 
  • Link to this news (আজকাল)