• জন্ম রেজিষ্ট্রেশন করতে বাবা, মায়ের ধর্মের উল্লেখ বাধ্যতামূলক...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: সদ্যোজাতদের রেজিস্ট্রেশন করার সময় বাবা এবং মায়ের ধর্মের উল্লেখ করা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে তৈরি করা আদর্শ বিধির যে খসড়া তৈরি করা হয়েছে, সেখানে এই বিষয়টির উল্লেখ করা হয়েছে। তবে এই বিধি কার্যকর করা আগে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। এর আগে পরিবারের ধর্মের উল্লেখ করা থাকত। তবে এবার থেকে সদ্যোজাতের ধর্ম বোঝাতে বাবা এবং মায়ের ধর্মের উল্লেখ করতে হবে। দত্তক সন্তানের ক্ষেত্রেও একইভাবে ধর্মের উল্লেখ করা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।গত বছরের ১১ আগষ্ট সংসদে পাস হয় জন্ম এবং মৃত্যু রেজিস্ট্রেশন সংশোধন আইন। এই আইন অনুযায়ী, জন্ম এবং মৃত্যু সম্পর্কিত তথ্য নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার এবং এনপিআর ভোটার তালিকা, আধার নম্বর, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সম্পত্তির রেজিষ্ট্রেশন সহ অন্যান্য তথ্য ভাণ্ডার তৈরির কাজে ব্যবহার করা হবে। ১ অক্টোবর এই আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জন্ম ও মৃত্যু সম্পর্কিত সমস্ত তথ্য ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে। আরও বলা হয়, এই পোর্টালের মাধ্যমে ডিজিটাল জন্ম শংসাপত্র পাওয়া যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন কাজে তা ব্যবহার করা যাবে।স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ রেজিষ্ট্রাল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ সম্পর্কিত মেডিক্যাল সার্টিফিকেটের জন্য বর্তমান ফর্ম প্রত্যাহার করে নতুন ফর্ম চালু করার প্রস্তাব দিয়েছেন। মৃত্যুর প্রকৃত কারণ ছাড়াও, এবার থেকে থাকবে অসুস্থতার বিবরণ। জন্ম সম্পর্কিত রেজিষ্ট্রেশনে দুটি বিভাগ থাকবে নতুন ফর্মে, একটি পরিসংখ্যান ভিত্তিক এবং অপরটি আইনি তথ্য। বাবা মায়ের ধর্মের উল্লেখ করা হবে পরিসংখ্যান বিভাগে। আইনি বিভাগে উল্লেখ করা হবে বাবা এবং মায়ের আধার নম্বর, মোবাইল, ইমেল আইডি। পাশাপাশি ঠিকানার বিভাগ আরও বিস্তারিত করা হচ্ছে। ঠিকানায় এবার থেকে উল্লেখ করতে হবে রাজ্য, জেলা, উপজেলা, শহর বা গ্রামের নাম, ওয়ার্ড নম্বর, এলাকা, বাড়ির নম্বর এবং পিন কোড। সমস্ত তথ্যই বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।
  • Link to this news (আজকাল)