• BJP Candidate List West Bengal : 'ডায়মন্ড হারবারে অপেক্ষায় বড় সারপ্রাইজ', এখন‌ও প্রার্থী দিতে না পারার সাফাই BJP-র
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • বাংলার ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম চর্চিত ডায়মন্ড হারবার। সেই কেন্দ্রে ১০ মার্চই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ কারা হতে চলেছেন? সেই দিকে তাকিয়ে ছিল বঙ্গ রাজনৈতিক মহল।ইতিমধ্যেই বাম-ISF এবং SUCI সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু, এখনও পর্যন্ত BJP দুটি কেন্দ্রে প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি-ডায়মন্ড হারবার এবং আসানসোল।

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য আসানসোল কেন্দ্র থেকে প্রথম তালিকাতেই ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল BJP। কিন্তু, গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে পিছু হঠেছিলেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছিল কে হবেন এই কেন্দ্রের BJP প্রার্থী?

    এই প্রসঙ্গে উঠে আসছিল অগ্নিমিত্রা পলের নাম। কিন্তু, তাঁকে মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। এরপরেই আসানসোলের কয়েক জায়গায় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারীকে প্রার্থী হিসেবে তুলে ধরে শুরু হয়েছিল দেওয়াল লিখন। যদিও পরবর্তী ক্ষেত্রে তা প্রত্যাহার করে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে কাকে সামনে রাখছে চায়ছে গেরুয়া শিবির?

    যাঁকেই প্রার্থী করা হবে তিনি জয়ের জন্য লড়বেনরাধিকা ভট্টাচার্য শাহ

    এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার BJP-র সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, ‘আসানসোল কেন্দ্রের জন্য প্রার্থী বাছাই করেন স্বয়ং মোদী। দল সঠিক সময়ে ঘোষণা করবে প্রার্থীর নাম। তবে ভালো কারও নাম ঘোষণা করা হবে, যিনি আসানসোল থেকে জয়ী হবেন।’ অন্যদিকে, প্রশ্ন উঠছে ডায়মন্ড হারবার নিয়েও।

    ইতিমধ্যেই কটাক্ষে সরব হয়েছে তৃণমূল। ‘ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়াই করার জন্য প্রার্থী পাচ্ছে না BJP’ , এমনই কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। পালটা সরব হয়েছে BJP-ও। তবে প্রার্থী নির্বাচন নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'প্রার্থী সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত দল নেয়। এই নিয়ে নেতৃত্ব যা ভালো বুঝবে করবে। আলাদা করে আমার কিছু বলার নেই।'

    BJP কর্মীদের অবশ্য দাবি, এই দুই নামে নাকি রয়েছে 'বিশেষ চমক'। সত্যি কি তাই? বিষয়টি নিয়ে বঙ্গ BJP-র মুখপাত্র রাধিকা ভট্টাচার্য শাহ বলেন, 'BJP যাই করে ভেবে চিন্তে করে। আমাদের স্ট্র্যাটেজি নম্বর ওয়ান। আমরা জানি ডায়মন্ড হারবারে অনেক কিছু হবে। ভাবনা-চিন্তা চালু রয়েছে, শুধু নাম ঘোষণা করা বাকি। যেদিন ঘোষণা করব সেদিন মানুষকে চমক দেব (সারপ্রাইজ করব)। যাঁকেই প্রার্থী করা হবে তিনি জয়ের জন্য লড়বেন।’
  • Link to this news (এই সময়)