• Yogi Adityanath: বেগরবাই করলেই 'বলি হরি হরিবোল'! গুন্ডা দমনে কড়া হুঁশিয়ারি যোগীর
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • গুন্ডা দমনে ফের কড়া বার্তা শোনা গেল উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কণ্ঠে। ক্ষমতায় আসার পর থেকে দুষ্কৃতী, গুণ্ডারাজ দমন করেছেন কড়া হাতে। নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের স্বমেজাজে যোগী আদিত্যনাথ।অপরাধ করলেই মৃত্য়ু অবধারিত, এমনই ইঙ্গিত শোনা গেল যোগীর কণ্ঠে। গুন্ডারাজ দমনে কড়া হুঁশিয়ারি তাঁর গলায়। এবার অপরাধীদের 'রামনাম সত্য' করার (বাংলা তর্জমায় বল হরি হরি বোল) হুঁশিয়ারি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সমাজে যারা অপরাধ ছড়াচ্ছে, যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাদের 'রাম নাম সত্য' হবে। জনসভা এভাবেই হুঙ্কার যোগীর।

    চলতি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আলিগড় কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন সতীশ কুমার গৌতম। আগামী ২৬ এপ্রিল নির্বাচন রয়েছে সেখানে। শুক্রবার সতীশের হয়েই প্রচারে নেমেছিলেন যোগী। প্রচার ময়দান থেকে অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি তাঁর। অপরাধ দমনে তাঁর বার্তা, 'কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। করুণ পরিণতি হবে তাদের। আগে মানুষ ভাবত দুর্বৃত্তরা সবসময় ছাড় পেয়ে যায়, কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। তবে আমি সাফ জানিয়ে দিয়েছি, অপরাধীদের অবস্থা করুণ হবে। কথা কম বলি আমি, কাজ বেশি করি।'

    পাশাপাশি সমাজে মহিলাদের নিরাপত্তার বিষয়েও কোনও রকম খামতি রাখা হচ্ছে না, হবেও না বলে প্রতিশ্রুতি দেন যোগী। বিগত কয়েক বছরে রাতে কাজ সেরে মহিলা বা ব্যবসায়ীরা বাড়ি ফিরতে ভয় পান না বলে দাবি করেন যোগী। বলেন, 'আমরা শুধু রামকেই আনি না, মেয়ে ও ব্যবসায়ীদের জন্য যারা ভয়ের কারণ তাদের রাম নাম সত্য করে দিই। রামের নামে জীবন কাটাই আমরা। রাম ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। তবে কেউ সমাজে ভয়ের পরিবেশ তৈরি করলে, আতঙ্কের কারণ হয়ে উঠলে তাদেরকে রেহাই দিই না। যখনই কেউ সমাজের সুরক্ষা বিঘ্নিত করার চেষ্টা করে, তার রাম নাম সত্য হওয়াও পাকা।'

    পাশাপাশি জনসভা থেকে গত ১০ বছরে উত্তরে প্রদেশে উত্তর প্রদেশে বিজেপি সরকারে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন যোগী। জনগণের কাছে তাঁর আর্জি, দুর্নীতি রুখতে ও উন্নয়নের স্বার্থে বিজেপিকে জেতাতে হবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, 'মানুষ নিজের ভোট মোদীজিকে দিয়ে ভবিষ্যতের গ্যারান্টি নিশ্চিত করেছেন। দেশে বিশ্বমানের কাঠামো, হাইওয়ে, বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। মোদীর কল্যাণই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক দেশ হয়ে উঠবে।'
  • Link to this news (এই সময়)