• Smriti Irani: 'সাস ভি কভি বহু থি অবাস্তব!' ভোটপ্রার্থী স্মৃতির মুখে এ কী কথা?
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • মানুষের ড্রয়িং রুমে আর মনে পাকা আসন পেতে ছিলেন ২০০০ সালে। এক আধ বছর নয় টানা আট বছর জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। জনপ্রিয় হিন্দি সিরিয়ালে তুলসী ভিরানির চরিত্রে তাঁর দাপুটের দর্শককূলের মন জয় করে নিয়েছিলেন তিনি। বিনোদন দুনিয়া তথা সিরিয়ালের হাত ধরেই মাধ্যমেই তাঁর উত্থান। তবে সেই স্মৃতিরই মহিলাদের উদ্দেশ্যে পরামর্শ রিল লাইফকে বাস্তব ভেবে নেবেন না। সিরিয়ালের কাহিনিতে যা দেখানো হয় তা আসলে বাস্তব নয়। রিল লাইফে ফোকাস না করে রিয়েল লাইফে নজর দিতে পরামর্শ দিয়েছেন স্মৃতি। বেঙ্গালুরুতে আয়োজিত এক র‍্যালি থেকে মহিলাদের উদ্দেশে তাঁর পরামর্শ, 'রাজনৈতিক বিষয়গুলিতে মনোযোগ দিন।'উল্লেখ্য়, চুম্বক যেমন লোহাকে টানে, প্রতি দিন সন্ধেবেলা টেলিভিশনের মেগাসিরিয়ালও তেমনই বাড়ির মহিলাদের টানে। সিংহভাগ সিরিয়ালে যা দেখানো হয়, তাতে শিক্ষামূলক তো কিছু নেই-ই, বরং ঘরোয়া অশান্তি সৃষ্টি করতে এর জুড়ি মেলা ভার। মেগা সিরিয়ালের বিষয়বস্তু অধিকাংশ ক্ষেত্রেই অবাস্তব ও অলীক, বাস্তবের সঙ্গে তার মিল নেই। একাধিক টিভি সিরিয়ালের কাহিনি বাস্তবের স্পর্শ বিবর্জিত বলে মত বিশেষজ্ঞ মহলের। দীর্ঘদিন ধরে সিরিয়াল দেখতে দেখতে তার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনেও এমনটাও মনে করা হয়। এবার সেই সিরিয়ালের দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জগৎটাকে মেনে নিয়ে সেই জগতের কাজেই ফোকাস করে উচিত বলে পরামর্শ দিচ্ছেন একসময় ধারাবাহিক খ্য়াত অভিনেত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি।

    দেখুন ভিডিয়ো

    স্মৃতির কথায়, 'সকল মহিলার উদ্দেশে আমার অনুরোধ, রাজনীতির ময়দানে মহিলাদের সকলে গুরুত্ব সহকারে দেখুক এমনটা যদি আমরা চাই তবে আমাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে। বাস্তবের থেকে অনেক দূরে সাস বহু সিরিয়াল। যে মহিলারা এই কথাটা বুঝতে পারে তাঁরা সামাজিক ও রাজনৈতিক জীবনে সফল হন।' কথার রেশ ধরেই গান্ধী পরিবারকে আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, 'হাসতে হাসতে দেশকে লুঠ করেছে গান্ধী পরিবার। আপনাদের ভোটদান আপনাদের গণতান্ত্রিক অধিকার। এটা কোনও টিভি সিরিয়ালের খেলা নয়।'

    প্রসঙ্গত, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শুরু করেন তাঁর কর্মজীবন। তাঁকে পরিচিতি দেয় টেলিভিশন। একতা কপূরের ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় এসেছিলেন ছোট পর্দার তুলসী। রাতারাতি তাঁর জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়ে ফেলে। আর বর্তমানে তিনি দক্ষ রাজনীতিবিদ।
  • Link to this news (এই সময়)