'BJP-কে সাপোর্ট দেওয়ার জন্য...', ভূপতিনগরে NIA-র উপর 'হামলা' প্রসঙ্গে মমতা
এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
ভূপতিনগরে NIA-র উপর হামলা নিয়ে এবার এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পুলিশকে NIA অভিযানের কথা জানিয়েছিল কি না তা নিয়ে প্রশ্নও তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।২০২২ সালে ভূপতিনগরে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেই মোতাবেক তদন্ত করতে গিয়ে 'হামলার' মুখ পড়তে হয়েছে তাঁদের। ভূপতিনগরের ঘটনায় বলাই মাইতি নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল NIA। তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ ওঠে। এরপর শনিবার সকালে তাঁর খোঁজে গ্রামে গিয়েছিল NIA-এর একটি টিম। অভিযোগ, তাঁকে খুঁজে গাড়িয়ে নিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসী ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কথা বলে। দুই পক্ষের কথা বলার সময় NIA টিমের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তদন্তে নেমে বলাই মাইতি, মনোব্রত জানা নামক দুই ব্যক্তিকে আটক করেছে NIA।
এদিকে এবার ভূপতিনগর নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি রায়গঞ্জে বলেন, ' জানিয়ে গিয়েছিল? ওরা কেন মধ্য রাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। মাঝরাতে অচেনা কাউকে গ্রামে দেখলে গ্রামবাসীরা যে আচরণ করেন, NIA-র লোকজনকে দেখে তাই করেছেন। বিজেপি কি মনে করে সব বুথ এজেন্ট, ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে! আমরা সারা পৃথিবীতে আওয়াজ তুলব।' 'বিজেপিকে সাপোর্ট দেওয়া' প্রসঙ্গও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
পাশাপাশি বালুরঘাটের সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে যে মায়েরা রান্না করেন , তাঁরা বুথে এজেন্ট হয়ে বসবেন, এমনই মন্তব্য শোনা গেল তাঁর কণ্ঠে।
অন্যদিকে, ভূপতিনগর প্রসঙ্গে একটি টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশাপাশি তিনি দিয়েছেন একটি ভিডিয়ো বার্তাও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভূপতিনগরের ঘটনা অনভিপ্রেত। কিন্তু, এর পেছনে বিজেপির রাজনীতি ও প্ররোচনা।যেহেতু মানুষ জানেন BJP নেতারা NIAর সঙ্গে দেখা করে তৃণমূল কর্মীদের তালিকা দিয়ে এসেছিলেন, তাই সবাই চক্রান্তটা জানেন। স্বতঃস্ফূর্ত ক্ষোভ। কোর্টকে সামনে রেখে এলাকা থেকে তৃণমূল কর্মীদের সরাতে মিথ্যা অভিযোগে নাম দিয়ে NIA দিয়ে সরাতে চাইছে বিজেপি। মানুষ বাধ্য হয়ে প্রতিবাদ করেছেন। বিজেপি পরিকল্পিতভাবে গোলমাল করাতে চাইছে।'