• Nisith Pramanik: আয় বেড়েছে ‘রকেট গতি’তে! নিশীথের বিরুদ্ধে মামলার বহর জানলে চোখ কপালে উঠতে পারে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
  • Nisith Pramanik:

    কোচবিহার (Cooch Beha

    লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তৃণমূল থেকে BJP-তে এসে ২০১৯-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls) জয় পেয়েছিলেন তিনি। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডেপুটি নিশীথ। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে বিভিন্ন থানায়। তিনি তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন ৪টে থানায় ১৪টি FIR রয়েছে তাঁর বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। অভিজ্ঞ মহলের মতে, রাজনৈতিক নেতাদের মামলা লেগেই থাকে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)