Saayoni Ghosh: ‘কাছে এসো মা গো’, মহিলা আসতেই সায়নীর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
Jadavpur Lok Sabha Constituency:
রোদ মাথায় নিয়েই যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে শনিবার দুপুরে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নীকে দেখতে রাস্তার পাশের বহু মানুষ জড়ো হন। লাল জিপ থেকেই হাত মেলাচ্ছেন সকলের সঙ্গে। কাছে ডাকছেন গ্রামবাসীদের। শুনছেন অভাব অভিযোগের কথা। বলছেন, ‘কাছে এসো মা…।’ এই ভালোবাসার ডাকই যে বিড়ম্বরার কারণ হবে তা হয়তো তখন ঠাওর করতে পারেননি তৃণমূলের এই তারকা প্রার্থী।