• Rachana Banerjee: কটাক্ষে জর্জরিত, তাও ‘গরুর রচনা’র ব্যাখ্যা দিতে ডরাচ্ছেন না রচনা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ এপ্রিল ২০২৪
  • TMC Rachana Banerjee:

    প্রচারের ফাঁকে সিঙ্গুর অঞ্চলের দই খেয়ে গরুর স্বাস্থ্যের প্রশংসা করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘‘সিঙ্গুরের জমি সবুজ, গাছপালায় ভর্তি। সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু আর ভাল দুধ দিচ্ছে। সেই দুধের দইও তাই ভাল।’ তারপরই হুগলির তৃণমূল প্রার্থীর সেই মন্তব্য ভাইরাল হয়। সমাজ মাধ্যমে ঝড় বয়ে যায়। নানান মিম ছড়িয়ে পড়ে। এরপরও দমতে নারাজ রচনা। উল্টে কেন তিনি সেদিন ওই কথা বলেছিলেন তার ব্যাখ্যা দিলেন এই অভিনেত্রী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)