• আইপিএলের মাঝেই পুরোনো মামলা তদন্তের নির্দেশ, সমস্যায় পৃথ্বী...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেকেআরের হাতে তুলোধোনা হওয়ার পরের দিন খারাপ খবর দিল্লি শিবিরে। বিপাকে পৃথ্বী শ। তাঁর বিরুদ্ধে একটি পুরনো মামলা নতুন করে খোলা হচ্ছে। মুম্বইয়ের এক আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। স্বপ্না গিল মামলায় পুলিশকে আবার তদন্ত শুরু করার নির্দেশ দেয় মুম্বইয়ের মেট্রোপলিটান আদালত। ১৯ জুনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পৃথ্বীর বিরুদ্ধে প্রথমে এফআইআর দায়ের করতে চায়নি দিল্লি আদালত। তার প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ জানান স্বপ্না। যদিও সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। গতবছর ফেব্রুয়ারিতে মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় নৈশভোজে যান পৃথ্বী। তাঁর সঙ্গে সেলফি তোলার লাইন পড়ে যায়। শুরুতে ফ্যানদের আবদার মেটালেও পরের দিকে বিরক্ত হন। হোটেল ম্যানেজার অনুরাগীদের বার করে দেওয়ায় ব্যাট দিয়ে পৃথ্বীর গাড়ির কাঁচ ভাঙে একদল সমর্থক। এই ঘটনায় উঠে আসে ভোজপুরি অভিনেত্রী স্বপ্নার নাম। তাঁকে গ্রেফতার করায় উল্টে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পৃথ্বীর বিরুদ্ধে দশ ধারায় মামলা দায়ের করেন তিনি। তারমধ্যে শ্লীলতাহানির অভিযোগও ছিল। যা প্রমাণিত হয়নি। তদন্তের পর রিপোর্ট জমা দেয় মুম্বই পুলিশ। এই মামলাতেই আবার নতুন করে পুলিশকে তদন্তের নির্দেশ দিল আদালত। 
  • Link to this news (আজকাল)