• ‌ ফের বিজাপুরের জঙ্গল, এবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন মাওবাদী...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন মাওবাদী। শনিবার সকালে বিজাপুরের গভীর জঙ্গলে যৌথ অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা পুলিশের বিশেষ দল ও মাওবাদীবিরোধী ফোর্স। জানা গেছে, ছত্তিশগড়ে তেলঙ্গানার সীমানা সংলগ্ন বিজাপুর জেলায় পুজারী কাঙ্কের জঙ্গলে শনিবার মাওবাদীদের খোঁজে অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। অন্ধ্র ও তেলঙ্গানা পুলিশের বিশেষ গ্রেহাউন্ডস বাহিনী, তেলঙ্গানার মাওবাদীবিরোধী বাহিনীর সঙ্গে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। যৌথবাহিনীর সহায়তার জন্য ছিল ছত্তিশগড় পুলিশের একটি দল। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। গুলির লড়াইয়ে খতম হয় তিন মাওবাদী। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। মাওবাদী দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজাপুরের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ১৩ জন মাওবাদী খতম হয়। 
  • Link to this news (আজকাল)