• ‌সোনা পাচারের চেষ্টা বানচাল, বিএসএফের জালে পাচারকারী
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। পেট্রাপোল সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে ৩৩ লক্ষ টাকার সোনা। জানা গেছে বাংলাদেশ থেকে এক পাচারকারী চারটি সোনার বিস্কুট নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ সূত্রে জানা গেছে, মলদ্বারে সোনা লুকিয়ে রাখা হয়েছিল। শুক্রবার রুটিন তল্লাশির সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে এক যাত্রীর শরীরের নীচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে জওয়ানরা ওই যাত্রীকে পুঙ্খানুপুঙ্খ চেকআপের জন্য শৌচালয়ে নিয়ে যান। এরপর ওই যাত্রীর মলদ্বার থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর ওই যাত্রীকে গ্রেপ্তার করে বিএসএফ। জানা গেছে তার নাম হৃদয়। যাত্রী সেজে সে ভারতে ঢোকার চেষ্টা করছিল। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজারদর ৩৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
  • Link to this news (আজকাল)