• মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএকে' : মমতা
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপিকে ভোটে জেতাতেই এই তৎপরতা। গ্রামবাংলায় মাঝ রাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন তাই হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইকে? অভিযানের কথা পুলিশকে জানানো হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ভোটের মুখে কেন ওরা লোকজনকে গ্রেপ্তার করছে? বিজেপি কী ভেবেছে, ওরা সব বুথ এজেন্টদের গ্রেপ্তার করে নেবে? ওরা বিজেপিকে সমর্থন করতেই এমনটা করছে। আমরা গোটা বিশ্বের মানুষের কাছে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করছি। প্রসঙ্গত, ২০২২ সালে ভূপতিনগরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা হয়। সেখানে মৃত্যু হয় তিনজনের। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় এনআইএর হাতে। 
  • Link to this news (আজকাল)