• ‌তীব্র গরমের মধ্যে স্বস্তি দিতে আসছে বৃষ্টি!‌ কবে কোথায় হবে'‌ ...
    আজকাল | ০৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরমের মধ্যে সামান্য স্বস্তির খবর। শনিবার বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়–বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি। গরমে নাজেহাল হতে হবে মানুষকে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে রবি এবং সোমবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিছু কিছু জায়গায় কালবৈশাখীও হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরে।
  • Link to this news (আজকাল)